Tilpara Barrage: দিন কয়েক ধরেই বীরভূমের ট্রেন্ডিং টপিক হিসাবে জায়গা করে নিয়েছে তিলপাড়া ব্যারেজ। দিন কয়েক ধরে তিলপাড়া ব্যারেজ জেলার ট্রেন্ডিং টপিক হয়ে ওঠার পাশাপাশি শুক্রবার থেকে তা যেন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে। কেনই বা হবেনা। কেননা এই তিলপাড়া ব্যারেজের পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারে যে ফাটল দেখা দিয়েছিল তা হু হু করে বাড়তে শুরু করে। দুপুরে ফাটল এতোটাই বাড়ে যে বিকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণে আনতে হয়।
বর্তমানে কোন ভারী যানবাহন ব্রিজের উপর দিয়ে পারাপার করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি এমনও হতে পারে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ করা হতে পারে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। এখন প্রশ্ন হল তিলপাড়া ব্যারেজ এড়িয়ে কিভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন? কারণ সিউড়ি থেকে তিলপাড়ার ওপারে থাকা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের যাতায়াত করতে হয়। অফিস কাছারি কাজের জন্য সিউড়ি আসতে হয়।
আরও পড়ুন: অজয় নদের বাঁধে ধ্বস, আতঙ্কে বাসিন্দারা! যা বললেন কাজল শেখ
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাতায়াতের ক্ষেত্রে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর থাকা এই তিলপাড়া ব্যারেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে তিলপাড়া ব্যারেজের উপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও যাতায়াত তো করতেই হবে। যে সকল ভারী যানবাহন রয়েছে সেই সকল যানবাহন তিলপাড়া ব্যারেজ এড়িয়ে হয় সাঁইথিয়া হয়ে অথবা ঝাড়খণ্ডের রাণীশ্বরকে ব্যবহার করে যাতায়াত করতে পারবে।
যাত্রীবাহী বাসের ক্ষেত্রে গতকাল থেকে যাত্রীদের একবারে নামিয়ে ফাঁকা বাস ব্রিজ পার করার পর আবার যাত্রীদের তুলে গন্তব্যের রওনা দেওয়ার কাজ করছে। এক্ষেত্রে ঝুঁকি থাকলেও যাতায়াতটুকু এখনো বজায় রয়েছে। এছাড়াও ছোট যানবাহন এখনো পর্যন্ত ব্রিজের উপর দিয়ে চালানোর অনুমতি বজায় রেখেছে প্রশাসন। এখন দেখার বিষয় এই তিলপাড়া ব্যারেজ কবে ঠিক হয় আর কবে আগের মত স্বাভাবিক হয় যান চলাচল।