রোমেও ‘জয় শ্রীরাম’, ‘ওম নমঃ শিবায়’, মোদিকে ঘিরে সংস্কৃত শ্লোক

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সম্প্রতি রোম সফরে গিয়ে তাঁর জনপ্রিয়তায় ঝড় তুললেন। তাকে ঘিরে যেমন সংস্কৃত শ্লোক দিতে শুরু করেছেন আমজনতারা ঠিক তেমনই উঠেছে ‘জয় শ্রীরাম’ (Jay sree ram) ও ‘ওম নমঃ শিবায়’ (om namah shivaya) ধ্বনি। সম্প্রতি এই সফরের এমন একটি ঘটনার ভিডিও (viral video) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শুক্রবার ইতালির রোমে (itali rome) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূলত জি-২০ (G 20) সম্মেলনে যোগ দেওয়ার জন্য। দুদিনের এই সফর ঘিরে রয়েছে তার একাধিক কর্মসূচি। এই সকল কর্মসূচির মধ্যেই রয়েছে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। আবার কর্মব্যস্ততার মাঝে এদিন তিনি রোমের ‘পিয়াজ্জা গান্ধী’-তে জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। সেখানে মাল্যদান করতে গিয়ে তাকে ঘিরে ধরেন আমজনতা।

উপস্থিত ব্যক্তিরা তাকে ঘিরে যেমন সংস্কৃতে শ্লোক আওড়ান ঠিক তেমনই চতুর্দিকে উঠতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়ধ্বনি, উঠতে দেখা যায় ‘জয় শ্রীরাম’ ও ‘ওম নমঃ শিবায়’ ধ্বনিও। সাধারণ মানুষদের মধ্যে এমন উৎসাহ-উদ্দীপনা থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হাতজোড় করে ঐ সকল বেশ কিছু মানুষের সঙ্গে কথাও বলেন।

জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসকল একাধিক কর্মসূচি নিয়েছেন তার মধ্যে এই সম্মেলনের আগে তিনি সাক্ষাৎ করবেন ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের পাশাপাশি ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, ইউরোপীয় ইউনিয়নের কমিশনার চার্লস মিশেল ও প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে।

অন্যদিকে জানা যাচ্ছে এই সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান করোনাকালে বিশ্বের অর্থনৈতিক মন্দা নিয়ে আলোচনা করবেন। এরপর আবার এই সম্মেলন শেষ করে তিনি ৩১ অক্টোবর চলে যাবেন স্কটল্যান্ডের গ্লাসগোতে। সেখানে ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬-এ যোগ দেবেন। মূলত ২ নভেম্বর পর্যন্ত রয়েছে তার এই বিদেশ সফর।