Birbhum: পুজোয় বীরভূমে তেলের বন্যা, ঘড়া, বালতিতে তেল ভরে নিয়ে গেলেন বাসিন্দারা

Birbhum: দুর্গাপুজোয় অদ্ভুত এক কাণ্ডের সাক্ষী থাকলো বীরভূম। মূলত তেলের বন্যার পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটেছে। আর সেই তেল কুড়াতে এলাকার বাসিন্দারা কেউ ঘড়া, কেউ বালতি আবার কেউ বড় বড় প্লাস্টিকের জার নিয়ে হাজির হন। দিনভর চলে তেল কুড়ানোর কাজ। এমন অদ্ভুত ঘটনা দেখা যায় রবিবার দিনভর।

বীরভূমের (Birbhum) দুবরাজপুর হেতমপুর বিট অফিসের পাশে থাকা একটি হোটেলে দাঁড়িয়েছিল পাঁচটি কন্টেনার। দাঁড়িয়ে থাকা ওই পাঁচটি কন্টেনার থেকেই অনবরত তরল জাতীয় পদার্থ বের হয়। ওই তরল জাতীয় পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে তা রীতিমত রাস্তাঘাট, মাঠে জমা হয়। আর এমনটা দেখেই এলাকার বাসিন্দারা বালতি, ঘড়া, বড় বড় জার নিয়ে হাজির হয় তেল কুড়াতে।

প্রথমদিকে ওই তরল পদার্থ কি তা জানা না গেলেও পরে বিশেষ সূত্রে জানা যায়, ওই সকল কন্টেনারে ব্লাডারের মধ্যে অপরিশোধিত পাম তেল ছিল। কোন কারণবশত ব্লাডার ফেটে যাওয়ার কারণেই এমন বিপত্তি ঘটে। পরবর্তীতে পরিস্থিতির কথা মাথায় রেখে ঘটনাস্থলে পৌঁছায় বীরভূমের (Birbhum) দুবরাজপুর থানার পুলিশ এবং দুবরাজপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন।