ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, কৃষকরা কি করবেন, পরামর্শ দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এই ঘূর্ণাবর্ত রবিবার নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরপর তা স্থলভাগের দিকে এগিয়ে আসবে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে বলে অনুমান করছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে অশনি। তবে পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে না এমনটাই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও এর প্রভাব লক্ষ্য করা যাবে রাজ্য জুড়ে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা সপ্তাহ দুর্যোগের সম্মুখিন হতে পারে রাজ্য। ১০-১৩ তারিখ এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে। এই পরিস্থিতিতে রাজ্যের কৃষকদের জন্য সতর্কবার্তা দিল রাজ্য সরকার।

১) যত দ্রুত সম্ভব মাঠ থেকে ফসল তুলে নিতে হবে। প্রয়োজন পড়লে যন্ত্র ব্যবহার করে দ্রুত মাঠের ফসল গুদামজাত করতে হবে।

২) সবজি, তৈলবীজ, ডালশস্যের ক্ষেতে জল নিষ্কাশনের ব্যবস্থা করে রাখতে হবে। বৃষ্টির পর জল জমে ছত্রাক তৈরি হয়ে যাতে ফসল নষ্ট না করে তার জন্য আগে থেকেই ছত্রাকনাশক দিতে হবে।

৩) আখ গাছকে দু’তিন রকম উচ্চতায় আখের পাতা দিয়ে বেঁধে রেখে দিতে হবে। পেঁপে, কলা ইত্যাদি গাছের যাতে ঝড়-বৃষ্টিতে ক্ষতি না হয় তার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪) সবজির মাচা, পানের বরজ এই দুর্যোগ আসার আগেই ভালো ভাবে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো ক্ষতি না হয়।

৫) এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে সব সময় আবহাওয়া সংক্রান্ত বুলেটিনের দিকে নজর রাখতে। পাশাপাশি কৃষি সংক্রান্ত কোন সমস্যা হলে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করার কথা বলা হয়েছে।