Cyclone Chances: এপ্রিলেই বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড়! কালো মেঘে ঢেকে যাবে গোটা আকাশ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যেই মৌসম ভবন এর তরফে চলতি বছর বাংলা সহ ১৬টি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি আরও বেশিদিন স্থায়ী হবে বলে জানানো হয়েছে। এরই মাঝে এপ্রিল মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের পাশাপাশি চলতি মাসে শিলাবৃষ্টি, নিম্নচাপ হওয়ার সম্ভাবনা প্রকাশ পেয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর সূত্রে। চলতি মাসে বঙ্গোপসাগরের বুকে একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে। এরই মধ্যে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এখনই সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: Loan Crime: ঋণ মেটাতে কিডনি বিক্রির চাপ, অপকর্মে গ্রেফতার সুদখোর পাচারকারী, কেন?

তবে, এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর বাংলাদেশ আবহাওয়া দফতর সূত্রে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ থেকে সাতদিন। একইসাথে শিলা বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। অন্যদিকে এক থেকে তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এপ্রিলের শুরু থেকেই তাই কালবৈশাখীর কালো মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা স্পষ্ট রয়েছে।

যদিও ভারতীয় মৌসম ভবন সূত্রে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা ভারতের কোনও অংশকে প্রভাবিত করবে কিনা সে বিষয়ে সম্পর্কে এই মুহূর্তে কোনো খবর প্রকাশ পায়নি। মৌসম ভবনের সূত্রে খবর, চলতি মাসে ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিতে ভিজতে পারে।

চলতি বছর বাংলার ক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলি স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিতে ভিজতে পারে বলে ভারতীয় মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে। তবে বাংলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তি কম হবে কারণ অধিকাংশ অংশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অল্প কিছু জায়গায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে জানা গিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কিছু অংশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে। আগামীদিন বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ হালকা বৃষ্টিতে ভিজতে পারে। এছাড়া শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরের দুই এক জায়গা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে। এর ফলে গরমের মাঝে খানিকটা স্বস্তি পেতে পারে দেশবাসী।