ঘূর্ণিঝড় ‘শক্তি’ আসছে এই খবর ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। কিন্তু এক ঝটকায় সমস্ত জল্পনার অবসান ঘটাল ভারতীয় মৌসম ভবন। এক সর্বশেষ আপডেটে তারা জানিয়ে দিল, ‘সাইক্লোন শক্তি’ বলে কোনও ঝড় আসছে না। এমনকি ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতিও নেই।
মৌসম ভবনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তাদের কোনও অফিসিয়াল বার্তায় ‘সাইক্লোন শক্তি’-র উল্লেখ করা হয়নি। তাহলে এতদিন ধরে যে তথ্য ঘুরছিল, তা কীভাবে এল? বিষয়টি স্পষ্ট করতে গিয়ে মৌসম ভবন জানায়, ১৩ মে আন্দামান সাগরে একটি ‘সাইক্লোনিক সার্কুলেশন’ বা ঘূর্ণায়মান নিম্নচাপ অঞ্চল গঠিত হয়েছিল, যেটিকে ভুল ব্যাখ্যা করা হয়েছে।
আরও পড়ুন: ডানা ছাঁটা অনুব্রত! কি বলছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ
সংস্থাটি ব্যাখ্যা করেছে, ‘সাইক্লোনিক সার্কুলেশন’ এবং ‘সাইক্লোনিক স্টর্ম’ এক জিনিস নয়। প্রথমটি বায়ুমণ্ডলের উচ্চস্তরে বাতাস ঘূর্ণায়মানভাবে ঘুরতে থাকা একটি নিম্নচাপ অঞ্চল, যা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আবার নাও হতে পারে। অপরদিকে, ‘সাইক্লোনিক স্টর্ম’ বা ঘূর্ণিঝড় হল একটি গঠিত এবং সুসংগঠিত ঝড় যা প্রতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিমি বেগে বাতাস বইয়ে থাকে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি করে।
মৌসম ভবন আরও স্পষ্ট করেছে, ২৪ থেকে ২৬ মে এর মধ্যে কোনও ‘সাইক্লোন শক্তি’ উপকূলে আছড়ে পড়বে এই ধরনের খবরের কোনও বাস্তব ভিত্তি নেই। ফলে এই ধরনের ভুল তথ্যে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।