তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! ২৪ ঘন্টায় আচমকা বদলে যাবে আবহাওয়া!

নিজস্ব প্রতিবেদন : বর্ষা (Monsoon) শুরু হলেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এখনো বৃষ্টির (Rain) অভাবে খাঁ খাঁ করছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মুষলধারে কয়েক দিন ধরেই বৃষ্টি এবং তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণবঙ্গে রীতিমতো দফায় দফায় বাড়ছে গরম। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের প্রতিটি মানুষই বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন এবং পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

এমন পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে নতুন এক আপডেট দেওয়া হয়েছে এবং সেই আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে (Bay of Bengal) দানা বাঁধছে দুটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে এমন সাইক্লোনিক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ায় আচমকা বদল আসবে বলেও জানানো হয়েছে। বঙ্গোপসাগরের পরিস্থিতি নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে?

IMD ভুবনেশ্বরের ডিরেক্টর এইচ আর বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী রাজ্য ও জেলাগুলিতে। একইভাবে আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় ও ওড়িশার কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং তা আগামী সময়ে শক্তি বাড়াচ্ছে।

এসবের পরিপ্রেক্ষিতেই হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ১৯ জুলাই অর্থাৎ বুধবার থেকে তুলুন বৃষ্টি হবে ওড়িশায়। ওড়িশার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির আচমকা বদল ঘটবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত্যের মধ্যে একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমন পরিস্থিতির দিকে তাকিয়ে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।