Viral video in Bank: এসেছিলেন আধার লিঙ্ক করাতে! লম্বা লাইন দেখে ব্যাঙ্কেই তুমুল নাচ মহিলার

A woman dances with her hair open in the bank after seeing the long line for Aadhaar link: ভাইরাল হওয়া ভিডিওটি (Viral video in Bank) মধ্যপ্রদেশের এক মহিলার, তিনি সেই রাজ্যের গুনার বাসিন্দা। মহিলাটি এসবিআই এর শাখায় গেছিলেন ‘লাডলি বহেনা যোজনা’ (Ladli Behna Yojana)র জন্য KYC করবে বলে। ঘটনাটি ঘটেছে হারুনের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে। সেখানেই ব্যাংকের লম্বা লাইন দেখে তিনি যা কান্ড ঘটালেন তা অবাক করে দিল গোটা সোশ্যাল মিডিয়াকে। প্রথমে কিছুক্ষন ঘোরাঘুরি করলেন তারপর চিৎকার চেঁচামেচি করে ব্যাংকের কর্মীদের গালাগালি দিতে লাগলেন। কোন উপায় না দেখে শেষে মাটিতে বসে হাততালি দিতে লাগলেন এবং চুল খুলে নাচতে আরম্ভ করলেন। অবশেষে চিৎকার করে কাঁদতে শুরু করলেন তিনি। ব্যাংকের কর্মীরা বুঝতে পারলেন না মহিলার এই আচরণের কারণ।

ভাইরাল ভিডিওটি (Viral video in Bank) পোস্ট করা হয়েছে SYED SHOEB নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে। ভিডিওটি শেয়ার করা হয়েছে চলতি মাসের ৫ তারিখে। কিন্তু স্থানীয় লোকেরা ওই মহিলাকে দেবী বলে সম্বোধন করেছেন। এমনকি ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে যে, মহিলাটি ব্যাঙ্কে গিয়েছিলেন আধার লিঙ্কিংয়ের জন্য, সেখানে দেরি হওয়ায় লাডলি বেহনা যোজনা পেতে দেরি তার হচ্ছিল। দেরি হওয়ার ফলে দেবী চলে আসেন এবং সরকারকে অভিশাপ দিতে থাকেন। ভাইরাল ভিডিয়োতে মধ্যেপ্রদেশ কংগ্রেসকেও ট্যাগ করা হয়েছে।

শুধু কিন্তু টুইটার থেকেই নয়, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই অদ্ভুত ভিডিওটি (Viral video in Bank) শেয়ার করা হয়েছে। ভিডিওটি কিন্তু বেশিক্ষণের নয় মাত্র ৪৪ সেকেন্ডের। সেখানেই দেখা যাচ্ছে এস বি আই এর একটি শাখায় মহিলাটি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অধৈর্য হয়ে পড়েন এবং তারপর চুল খুলে এক বিশাল তান্ডব মৃত শুরু করেন। নাচতে নাচতে তিনি ব্যাংকের মেঝেতে বসে পড়েন এবং জোরে জোরে থাপ্পড় মারতে লাগেন।

মহিলাটির অদ্ভুত আচরণ অবাক করে গোটা ব্যাংককে। কিছুক্ষণ বাদে তিনি সারা ব্যাংকের মধ্যে নাচতে শুরু করেন। শুধু নাচ করেই তিনি ক্ষান্ত হননি, চিৎকার চেঁচামেচি করতে থাকেন ব্যাংকের কর্মীদের ওপর। তারপর সেই মহিলা কাঁদতে শুরু করেন। অনেকে মনে করেন মহিলাটির উপর দেবী ভর করেছে। মহিলার এই কাণ্ডকারখানা ব্যাংকের কর্মীরা পৌঁছে দিতে চেয়েছিল উপর মহলের কাছে। ভিডিওটি দেখে রীতিমতো অবাক হয়ে গেছে গোটা নেট দুনিয়া (Viral video in Bank)।

আসলে ১০ জুনের মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ‘লাডলি বহেনা যোজনা’-র প্রথম কিস্তির টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবার কথা। সেই জন্যই ৩০ এপ্রিলের মধ্যে মহিলাদের একটি ফর্ম অবশ্যই ফিলাপ করে জমা দিতে হবে। দেখার আছে অনেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তাদের আধার লিঙ্ক করানো নেই। এসবিআই এর বিভিন্ন ব্রাঞ্চে সেই আধার লিঙ্ক ও কেওয়াইসি জমা দেওয়ার কারণে ব্যাপক ভিড় দেখা দেয়। আসলে যদি KYC যদি সম্পূর্ণ না থাকে তাহলে কোন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।