জয়দেব মেলা শেষ হয়েও হয় না! আউল বাউল সাঁই দরবেশ ফকির সাধু বৈষ্ণবদের জমায়েতে বীরভূমে এ যেন আরেক জয়দেব

মকর সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায় জয়দেব মেলায়। কয়েকশো বছরের প্রাচীন বীরভূমের জয়দেব মেলা দেশের বৃহত্তম বাউল মেলা হিসেবেও পরিচিত। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলার সমাপ্তি হয়েছে ১৭ জানুয়ারি। তবে এই মেলা শেষ হয়েও যেন হয় না। মূলত আউল বাউল সাঁই দরবেশ ফকির সাধু ও বৈষ্ণবদের কারণেই আরেক জয়দেবের পরিবেশ তৈরি হয় দুবরাজপুরে।

জয়দেব মেলা শেষ হওয়ার পরই বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর বা মামা ভাগ্নে পাহাড়ের পাশেই থাকা দরবেশপাড়ায় এই সকল মানুষদের দেখা যায়। যেখানেই তারা চিরাচরিত প্রথা মেনে জয়দেব মেলার পরবর্তী তিন দিন জড়ো হন। আর সেখানেই বাউল লোকগীতি ও আধ্যাত্মিক আলোচনার আসর বসে। রিতি মেনে এমনটাই হয়ে আসছে অন্ততপক্ষে পাঁচশো বছর ধরে।

এখানে বীরভূমের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীদের যেমন আগমন ঘটে ঠিক সেই রকমই আসাম ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের বাউল ও অন্যান্যরা দরবেশ বাবার আখড়ায় আসেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকেও আসেন। আর বাউল প্রেমীরা তাদের টানে ছুটে আসেন এখানে। চলে বাউল গান ফকিরি গান লোকগীতি আধ্যাত্মিক আলোচনা ইত্যাদি।