Darjeeling Best Route : ব্যস্ততার জীবন থেকে একটু ছুটি পেলেই মন আর ঘরে টেকে না, ছুটে যায় নিরিবিলি পাহাড়ের কোলে অথবা নীল সমুদ্রের তীরে। আর বাঙালির প্রিয় পর্যটন ক্ষেত্র হল দীপুদা অর্থাৎ দিঘা, পুরী ও দার্জিলিং। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি বছরের প্রায় অধিকাংশ সময়েই পর্যটকদের ভিড় লেগেই থাকে এইসব জায়গায়।
তবে বাঙালির মনের প্রাণের দার্জিলিং এর বুকে এমন কিছু জায়গা রয়েছে যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। সাধারণত বাগডোগরা বিমানবন্দর বা শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাওয়ার সবচেয়ে সহজ পথ হল কার্শিয়াং রোহিনী দিয়ে। এই পথে দার্জিলিং যাত্রা করলে খুব স্বল্প সময়ের মধ্যে দার্জিলিং পৌঁছানো সম্ভব। তবে এই পথ দিয়ে গেলে বিশেষ কিছু চোখে পড়বে না। তবে আরও অন্য একটি পথ রয়েছে যা দিয়ে দার্জিলিং যাত্রা করলে সময় তুলনামূলক বেশি লাগবে তবে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যে আপনার মন ভরে যাবে। এই রাস্তায় মিরিক দিয়ে দার্জিলিং পৌঁছানো যাবে।
আরও পড়ুন: Summer Heat Prediction: এবছর চরম গরমে অতিষ্ঠ হবে জনজীবন! কী বলছে আবহাওয়া অফিস?
মিরিক হল একটি নয়া হিল স্টেশন যা আলপাইন গাছের ঘন বনের মধ্যে অবস্থিত। দার্জিলিং থেকে যার দূরত্ব মাত্র ৪৯ কিমি। মিরিক এর নামটি একটি লেপচা শব্দ থেকে সৃষ্টি হয়েছে যা হল মির-ইয়ক যার প্রকৃত অর্থ হল আগুনে পোড়ানো জায়গা। নিরিবিলি সুন্দর শহরটির সবচেয়ে নজরকারা ল্যান্ডমার্ক হল সুমেন্দু হ্রদ যা লোকমুখে মিরিক লেক নামেও সুপরিচিত। দার্জিলিং এর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের ও শান্ত মনোরম পরিবেশের জন্য পর্যটকদের কাছে এই জায়গা বিশেষভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।
তবে দার্জিলিং এর সঙ্গে মিরিকের আবহাওয়ার পার্থক্য রয়েছে। দার্জিলিং এর তুলনায় মিনিকের উষ্ণতা সাধারণত বেশি। মিরিক লেকের একদিকে ক্রিপ্টোমারিয়া ও জাপানিকা গাছের সবুজ জঙ্গল ও আর একদিকে সুন্দর মনোরম বাগান। এই মিরিক লেকের পাশে আবার পবিত্র হিন্দু মন্দিরও গড়ে উঠেছে যার নাম দেবী স্তান। এই মন্দিরে গেলেই দেখা যাবে শিব, মা কালী, দেবী সিংলা ও আরও নানান দেবদেবীর মূর্তিতে সুসজ্জিত গোটা মন্দিরটি।
অন্যদিকে, মিরিকের অন্যতম আকর্ষণ সানরাইজ পয়েন্ট যা মিরিকের একত্রে পাহাড়। মূলত মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ওপরে একটি অতুলনীয় সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। মিরিকের কোলে অবস্থিত রামেতয় দারা যা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন। এই স্থানে রয়েছে বরফে ঘেরা পাহাড় ও সমতল অঞ্চলের মন ভালো করে দেওয়ার মতো সৌন্দর্য। মিরিকের বুকে গড়ে ওঠা অন্য একটি ভিউ পয়েন্ট হল ঢিঙলিং। এই ভিউ পয়েন্টে সবুজ চা বাগানের ছবি ও আঁকাবাঁকা পথগুলি পর্যটকদের মনে বাড়তি আনন্দ জোগায়।