Birbhum: বয়স ৭ হল তো কী! বাংলা কাঁপাচ্ছে বীরভূমের এই খুদে! প্রতিভা জানলে অবাক হবেন

Birbhum: বয়স মাত্র ৭, তবে এই সাত বছর বয়সেই প্রতিভার জোরে বীরভূমের তনয়া কাঁপাচ্ছে। একের পর এক পুরস্কার আসছে তার ঝুলিতে। বঙ্গ শ্রেষ্ঠ, বাংলা সেরা কিছুই বাদ যায়নি।

ওই খুদের এমন একের পর এক পুরস্কার নিয়ে এসেছে মূলত অভিনয় ও নৃত্য জগতে তার অসাধারণ প্রতিভা এবং মঞ্চে দুর্দান্ত উপস্থিতির কারণে। জানলে অবাক হবেন চলতি বছর ওই বঙ্গ তনয়া ৫৭ টি মঞ্চে অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকটি মঞ্চেই সে প্রথম স্থান অধিকার করেছে। এখন ভাবছেন ওই খুদে কে? ওই খুদে হল বীরভূমের (Birbhum) সিউড়ির রক্ষাকালী তলার সম্পূর্ণা নরসুন্দর। নামের সঙ্গে তালে তাল মিলিয়ে তাকে একের পর এক জায়গায় তাকে মাইল ফলক পার করতে দেখা যাচ্ছে।

২০২৫ সালের শুরুর দিকে সম্পূর্ণা বাংলা সেরা পুরস্কার অর্জন করেছিল। আর তার ছয় মাসের ব্যবধানে সে পেয়েছে বঙ্গ শ্রেষ্ঠ পুরস্কার। তার এমন পারফরমেন্স দেখে স্বাভাবিকভাবেই আশ্চর্য সকলে