শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকা! শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা বেহালা (পশ্চিম) কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আগামী ১৪ ই ডিসেম্বর পর্ণশ্রী পল্লী খেলার মাঠে শিশুদের নিয়ে রয়েছে একটি অনুষ্ঠান। কিন্তু এই অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আসলে অনুষ্ঠান ঘিরে নয়, অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ফ্লেক্স ঘিরে। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব বোলপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।

খেলনা প্রদানের সেই অনুষ্ঠানের প্রচার নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু দেখা যাচ্ছে, সেই অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ফ্লেক্সে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেই ছবিতে এক ছোট্ট শিশু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ধরে দৌঁড়াচ্ছে। ফ্লেক্সে ব্যবহৃত বাংলাদেশের সেই পতাকা দূর থেকে বোঝা দুরূহ ব্যাপার হলেও সকলের দৃষ্টিগোচর করতে অনুপম হাজরা সেই ছবিকে জুম করে তাঁর ফেসবুক ওয়ালে সকলের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার মানসিকতা নিয়ে আমাদের অতি-শিক্ষিত পশ্চিমবঙ্গের শিক্ষা-মন্ত্রী’র আয়োজিত একটি অনুষ্ঠানের পোস্টারে লক্ষ্য করা গেল ছোট্ট শিশুদের বাংলাদেশের জাতীয় পতাকা 🇧🇩…!!! এই জন্যই হয়তো বাংলায় বিশেষ করে Citizenship (Amendement) Bill প্রয়োজন ছিল !!!”

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই দেশ উত্তাল। বিরোধীরা বারংবার বিজেপিকে খোঁচা দিচ্ছে এই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল বিক্ষোভে সামিল হয়েছে। ঠিক সেই মুহূর্তে তৃণমূলের অনুষ্ঠানের প্রচার ফ্লেক্সে এহেন বাংলাদেশের জাতীয় পতাকায় শাসকদলকে বিঁধতে বাকি রাখেননি অনুপম হাজরা। বিতর্কিত এই ছবি ঘিরে তিনি শাসকদলকে কটাক্ষ করে দাবি করেছেন, “অনেক আগেই বাংলায় নাগরিকত্ব সংশোধনী বিল এর প্রয়োজন ছিল।”

আর এই ফ্লেক্স বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শাসকদলও। তাদের তরফ থেকে জানা গিয়েছে, নেহাতই ভুলবশত এমনটা হয়েছে। এছাড়াও যে সংস্থাকে ওই ফ্লেক্সের দায়িত্ব দেওয়া হয়েছিল এই ভুল তাদেরই। খুব শীঘ্রই ওই ফ্লেক্স সংশোধনের নির্দেশ দিয়েছেন তারা।

প্রসঙ্গত, আগামী ১৪ তারিখের এই অনুষ্ঠানের ফ্লেক্সের আরও দুই মুখ হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের আরও এক অন্যতম মুখ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।