‘যে ভয়টা ছিল, সেটাই হলো’, ভারতে হানা দিলো করোনার ডেল্টা প্লাস

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ ছারখার করে দিয়েছে গোটা দেশ। হাজার হাজার মানুষ এই দ্বিতীয় ঢেউয়ে তাদের স্বজন পরিজনকে হারিয়েছেন। তবে সম্প্রতি কিছুটা হলেও দ্বিতীয় ঢেউ থেকে আশার আলো দেখছিল দেশ। আর এরই মাঝে জানা গেল ভারতে হানা দিয়েছে করোনার ডেল্টা প্লাস প্রজাতি। আর এই খবর যেন স্বস্তির মাঝে সঙ্কট ডেকে আনলো।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রান্ত যে তথ্য সামনে এনেছে তাতে তারা জানিয়েছে, ইতিমধ্যেই করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন ২২ জন ভারতীয়। আক্রান্তদের মধ্যে ১৬ জনই হলেন মহারাষ্ট্রের বাসিন্দা এবং বাকি ৬ জন কেরল ও মধ্যপ্রদেশের বাসিন্দা। নতুন এই প্রজাতিকে টিকা পরাস্ত করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

পর্যবেক্ষকদের একাংশ করোনার এই নতুন প্রজাতির প্রভাব টিকার প্রভাবকে পরাস্ত করতে পারে বলে মনে করছিলেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মঙ্গলবার এনিয়ে আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন ভারতের দুটি টিকা কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডে এই নতুন প্রজাতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে।

রাজেশ ভূষণ জানিয়েছেন, “করোনার ডেল্টা প্রজাতিকে ঠেকানোর ক্ষমতা রয়েছে ভারতের দুটি টিকার। তবে এর ক্ষমতা কতখানি অর্থাৎ কতটা এন্টিবডি তৈরি করতে সক্ষম তা এখনো জানা যায়নি।”

করোনার এই নতুন প্রজাতি ইতিমধ্যেই কেন্দ্র সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নতুন প্রজাতি ইতিমধ্যেই ভারত ছাড়াও বিশ্বের আরও নয়টি দেশে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। জানা যাচ্ছে, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, জাপান, নেপাল, চিন এবং রাশিয়াতেও করোনার এই নতুন প্রজাতির দ্বারা আক্রান্ত হয়েছেন অনেকেই।

কেন্দ্র সরকার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মহারাষ্ট্রের যে সকল ব্যক্তিরা এই নতুন প্রজাতির দ্বারা আক্রান্ত তারা রত্নগিরি এবং জলগাঁওয়ের বাসিন্দা। যে সকল এলাকায় এই ব্যাক্তিরা আক্রান্ত হয়েছেন সেখানে কনটেইনমেন্ট জোন করে তা ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে।