তীব্র কুয়াশা, দৃশ্যমান্যতা একেবারেই কম, বীরভূমে এখন চলছে শুধুই ফগ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দেখা মিলবে। আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাসকে সত্যি করে বুধবার সকালবেলায় একেবারে তীব্র কুয়াশায় ঢাকতে দেখা গেল বীরভূমের প্রায় সমস্ত এলাকাকেই। শুধু বীরভূম নয়, বীরভূমের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এমন তীব্র কুয়াশায় ঘটেছে।

বুধবার সকাল থেকেই জেলা জুড়ে ঘন কুয়াশা, ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডাও রীতিমতো কাঁপাচ্ছে বীরভূমের বাসিন্দাদের। কনকনে ঠান্ডার কারণে জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে শীত থেকে বাঁচতে সাধারণ মানুষদের আগুন পোহাতে। ছোট-বড় সবাইকেই এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন পোহাতে ব্যস্ত। একদিকে যেমন দুবরাজপুরের পাহাড়েশ্বর পাহাড়ের পাথরের খাজে খাঁজে আগুন পোহাচ্ছে খুদেরা, ঠিক সেইরকমই আবার বোলপুর শান্তিনিকেতনে আগুন পোহাতে ব্যস্ত দেখা গেল বড়দের। কনকনে এই শীত আর আগুন পোহানো তাদের কাছে যেন গ্রাম-গঞ্জের উৎসবে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ ‘এবার বুঝবে ঠেলা!’ কর্ম বিরতিতে নেমে সরকারকে হুঁশিয়ারি পৌর স্বাস্থ্য কর্মীদের

বুধবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে বীরভূমের অধিকাংশ জায়গাতেই দৃশ্যমান্যতা একেবারেই কম। যান চলাচল করলেও যানবাহনের গতিবেগ অনেকটাই কম। এছাড়াও বিভিন্ন রূপের ট্রেন এদিন নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে চলছে। ময়ূরাক্ষী এক্সপ্রেস প্রায় দু ঘন্টা দেরিতে চলছে। বোলপুর শান্তিনিকেতন থেকে দূরপাল্লার ট্রেনগুলিও বেশ কিছুটা লেটে চলছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা স্থান বিশেষে ১০ থেকে ১১ ডিগ্রীর মধ্যে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি। কুয়াশার দাপট থাকার কারণে এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।