সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্যে ভারতের লাভ কতটা, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে বিজেপি সরকার কেন্দ্রে আসার আগে থেকেই কালোটাকা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে। তারপর থেকে বারংবার কালোটাকা বন্ধ করা নিয়ে নানান পদক্ষেপ নিলেও বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বারবার কেন্দ্র সরকারকে। তবে এবার কালো টাকার বিরুদ্ধে এক কদম এগিয়ে গেল কেন্দ্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্যুইস ব্যাঙ্ক থেকে ভারতে এলো সেখানকার ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য।

সুইজারল্যান্ডের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এফটিএর তরফে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, ভারত এই তথ্য ভাগের অধিকার পেয়েছে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফর্মেশন নিয়ম অনুসারে। যে নিয়ম অনুসারে বিশ্বের ৭৫ টি দেশের ব্যাঙ্কের তথ্য ভাগ করে নেওয়া যায়। এই দেশগুলির মধ্যে ভারতও একটি।

জানা গিয়েছে, প্রথম ধাপে বেশকিছু অ্যাকাউন্টের তথ্য ভারত সরকারের হাতে এসেছে। এরপর ২০২০ সালে আরও তথ্য আসবে ভারতের হাতে।

স্যুইস ব্যাঙ্কের এই তথ্য ভারতের হাতে আসায় ভারত সরকারের লাভ কতটা?

কোন কোন রাজনীতিবিদ অথবা ব্যবসায়ীদের টাকা ঐসকল ব্যাঙ্কে রয়েছে তা সরকারের কাছে স্পষ্ট হয়ে যাবে।

তথ্য বিশ্লেষণ করে দেখা হবে এখনও পর্যন্ত কোন কোন অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। পাশাপাশি ২০১৮ সালে কোন কোন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তাও স্পষ্ট হবে।

অ্যাকাউন্টধারীদের পরিচয়, কত টাকা রয়েছে, কোন রাজ্যের বাসিন্দা সহ নানান গুরুত্বপূর্ণ তথ্য।

অ্যাকাউন্টধারীরা তাদের ঠিকঠাক কর দিয়েছেন কিনা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে তাদের বেশির ভাগ জনই ব্যবসায়ী এবং অনাবাসী ভারতীয়।