মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, একাধিক ব্লকে চলছে আশা কর্মী নিয়োগ

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরিতে যোগদানের প্রবল ইচ্ছে, অথচ উচ্চ শিক্ষার অভাবে সেই চাকরিতে আবেদনের সুযোগ নেই। সেক্ষেত্রে মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের একাধিক ব্লকে চলছে আশা কর্মী নিয়োগ। এই সকল আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে। এই জেলায় তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথিতে রয়েছে একাধিক শূন্যপদ। এই সকল শূন্যপদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে ২৪ ডিসেম্বরের মধ্যে।

আবেদন করার শর্ত : আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। সেই সকল মহিলারা আবেদন করতে পারবেন যারা বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা। আবেদনকারী যে ব্লকের জন্য আবেদন করতে চাইছেন, তাকে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ২০২১ সালের ১ জানুয়ারি অনুসারে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর। তবে যে সকল মহিলারা তপশিলি জাতি ও উপজাতির তারা আবেদন করতে পারবেন ন্যূনতম ২২ বছর বয়স থেকেই।

আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন https://purbamedinipur.gov.in ওয়েবসাইট থেকে। সেই ফর্ম পূরণ করে ২৪ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে দিতে হবে স্থায়ী বাসিন্দা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবার প্রমাণপত্র, তপশিলি জাতি অথবা উপজাতির অন্তর্ভুক্ত হলে শংসাপত্র এবং দুটি পাসপোর্ট মাপের ছবি।