প্র্যাকটিসে নেমেই গগনচুম্বী ছক্কা ধোনির, সামনে এলো ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ সালের বিশ্বকাপের পর আর তাকে দেশের নীল জার্সি পড়ে দেখা যায়নি, আর দেখাও যাবে না। এমত অবস্থায় ধোনি প্রেমীরা মুখিয়ে রয়েছেন আবার ব্যাট হাতে স্বমহিমায় তাদের প্রিয় ক্রিকেটারকে দেখতে। দেখা যাবে কোথায়, অবশ্যই আইপিএলের আসরে। আর আইপিএল শুরু হওয়ার আগেই একবার দেখা মিলল ধোনির মহিমার।

চলতি বছর এমনিতেই করোনা প্রকোপের কারণে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই টালবাহানা শুরু হয়। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্ত আরবে আইপিএল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেখানেই এখন আইপিএলের প্রতিটি দল জৈব সুরক্ষার মধ্যে রয়েছে এবং তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে কোয়ারেন্টাইন কাটানোর পর। কোয়ারেন্টাইন সময়সীমা কাটিয়ে শুক্রবার দুবাইয়ে প্র্যাকটিসে নামে চেন্নাই সুপার কিংস। আর সেখানেই পুরাতন ছন্দে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে।

সম্প্রতি সেই প্র্যাকটিসের একটি ভিডিও সামনে এসেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি পীযুষ চাওলা অথবা রবীন্দ্র জাডেজার স্পিন বলকে যেমন ব্যাটে ধরছেন ঠিক তেমনই শার্দূল ঠাকুরের পেসকেও স্বমহিমায় ধরে ফেলছেন তার চওড়া ব্যাটে। আর এই প্র্যাকটিস ম্যাচের ভিডিওতেই দেখা গেল ধোনিকে পীযুষ চাওলার একটি বলে গগনচুম্বী ছক্কা হাঁকাতে।

প্রসঙ্গত এখনো পর্যন্ত আইপিএল ২০২০ এর সূচি ঘোষণা করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে এই সূচনা ঘোষণা করা হবে আগামীকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর বলে জানিয়েছেন গভর্নিং কমিটির হেড ব্রিজেশ প্যাটেল। আর এই সূচি ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা।