Digha Rail Coach Resturent: দিঘায় এবার নতুন আকর্ষণ! ঘুরতে গেলেই দেখা মিলবে নতুন ধরণের রেস্টুরেন্টের

ব্যস্ততম জীবন থেকে একটু ছুটি পেলেই ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েন নীল সমুদ্র সৈকতে অথবা নিরিবিলি পাহাড়ের কোলে। আম বাঙালির চিরকালের প্রিয় ভ্রমণের স্থান হল দিপুদা অর্থাৎ দিঘা পুরী দার্জিলিং। সারা বছর জুড়েই এই তিন জায়গায় পর্যটকদের ভিড় থাকে। আর এবার পর্যটকদের সুবিধার্থে দীঘার বুকে তৈরি হয়েছে এক নতুন আকর্ষণ।

পর্যটকদের প্রাণের সমুদ্র সৈকতের তীরে গড়ে উঠেছে এক নজরকারা ঝা চকচকে রেস্তোরাঁ। বিশেষত দীঘায় আগত পর্যটকদের জন্য ট্রেনের বগি ব্যবহার করে তৈরি হয়েছে রেস্তোরাঁটি। যা দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই এটি একটি রেস্তোরাঁ। দিঘা স্টেশনের কাছে এবং দিঘার নতুন জগন্নাথ মন্দিরের কাছেই তৈরি হয়েছে এই রেস্তোরাঁটি। রেলের বগির মতো দেখতে হলেও, ভিতরে প্রবেশ করলেই মিলবে নানান স্বাদের লোভনীয় খাবার। বুধবারই উদ্বোধন হয়েছে এই রেস্তরাঁর।

আরও পড়ুন: FASTag: আগামী মাস থেকে এই রাজ্যে কার্যকর হতে চলেছে FASTag! নতুন নিয়ম কী বলছে?

বাঙালিকে যেমন ভ্রমণ পিপাসু ঠিক তেমনই ভোজন রসিক ও বটে। মূলত সবদিকের কথা মাথায় রেখে নানা স্বাদের রকমারি খানা পিনা থাকছে এই মেনুতে। মোগলাই থেকে চাইনিজ পিজ্জা থেকে বার্গার থাকছে সব রকম খাবারের সম্ভার। গরমের দিনে পর্যটকদের স্বস্তি দিতে এসির ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁ।

জানা গিয়েছে, এই অভিনব রেস্তোরাঁটি রেলের জমির উপরেই তৈরি হয়েছে রেস্তোরা বানাতে রেলের তরফেই এই কামরা দেওয়া হয়েছে। একটি বেসরকারি সংস্থাকে রেস্তোরাঁ তৈরি ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দিঘাকে সাধারণ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এই নতুন রেস্তোরা তৈরি হলে পর্যটক বাড়বে এবং স্থানীয় ব্যবসায়ীরা আরো লাভবান হবেন।

দিঘার স্টেশন ম্যানেজার সঞ্জীব কুমার দাস মহাপাত্র এর কথায়, ‘পর্যটকদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নববর্ষের দিনেই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। জগন্নাথ মন্দির দর্শন করতে পর্যটকদের ভিড় বাড়বে দীঘায় দিঘার বাড়তি উন্নয়নের লক্ষ্যে রেলের একটা প্রয়াস। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় হবে বলে আমাদের ধারণা।’