ছুটির দিনে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গার তালিকায় আর যাই থাকুক না কেন দিঘার নাম কিন্তু সবার ওপরে। খুব কম সময়েই বেরিয়ে পড়া যায় এই স্থানে। নীল সমুদ্র সৈকতে গা ভাসিয়ে দিতে ছুটে যায় হাজার হাজার পর্যটক। দিঘায় গোটা বছর জুড়েই তাই ভিড় থাকে চোখে পড়ার মতো। আর এবার পর্যটকদের বাড়তি আকর্ষণ জোগাতে সমুদ্র শহরে তৈরি হতে চলেছে ওয়াটার পার্ক।
ইতিমধ্যেই পর্যটক সংখ্যা বাড়াতে দিঘায় রেলের কামড়ায় অভিনব রেস্তোরাঁ তৈরির জন্য রেলের তরফে কামরা দেওয়া হয়েছে। আর তারই মাঝে আরও এক সুখবর সামনে এসেছে। গড়ে উঠতে চলেছে সুবিশাল ওয়াটার পার্ক। ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজে হাত লাগিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। জমি চিহ্নিতকরনের কাজও শেষ হয়েছে। দিঘায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার যে জাহাজ বাড়ি অবস্থিত তার অনতিদূরেই সমুদ্রের নিকটেই গড়ে উঠবে এই ওয়াটার পার্ক।
আরও পড়ুন: Maid: মাত্র ১৫ মিনিটেই আপনার দরজায় হাজির হবে পরিচারিকা! সহজেই কম খরচে অ্যাপে অর্ডার দেওয়া যাবে
ডিএসডিএ তরফে জানা গিয়েছে, কলকাতার বুকে নিউটাউন ও নিকো পার্কে থাকা ওয়াটার পার্কের মতোই সুন্দর উন্নত পরিকাঠামোযুক্ত পার্ক তৈরি হতে চলেছে দিঘায়। দিঘাকে পর্যটকদের কাছে আরও মনোরম করে তুলতে নিউদিঘায় তৈরি হয়েছে ঢেউ সাগর। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষ। নববর্ষের দিনেই যা উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তাই জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে ওয়াটার পার্কেও পর্যটক সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস এর তরফে জানানো হয়েছে, সমুদ্র শহর দিঘাকে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণীয় করে তুলতে ওয়াটার পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমি চিহ্নিতকরনের কাজও শেষ হয়েছে। ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজও এগোচ্ছে। দ্রুততার সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়িত করা হবে।