WhatsApp-এ ড্রাইভিং লাইসেন্স দেখালেই মুক্তি, নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : গাড়ি চালানোর ক্ষেত্রে যেমন ট্রাফিক আইন সঠিকভাবে মেনে চলতে হয় ঠিক তেমনি প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন নথিপত্রের। আগে এই সকল নথিপত্র সব সময় সঙ্গে রাখতে হত। কোথাও কোন জায়গায় ট্রাফিক পুলিশের খপ্পরে পড়লেই তা চালক বা গাড়ির মালিকদের দেখাতে হত।

তবে এই ব্যবস্থার ক্ষেত্রে সম্প্রতি একাধিক পরিবর্তন এসেছে। এখন প্রয়োজনীয় নথি হাতের কাছে না রাখলেও হয়। চালক অথবা গাড়ির মালিকদের সুবিধার জন্য কেন্দ্রের তরফ থেকে আনা হয়েছে DigiLocker। এর মাধ্যমে স্মার্টফোনে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির অন্যান্য প্রয়োজনীয় নথি সেভ করে রাখা যায়। আর সেখান থেকেই তার ট্রাফিক পুলিশকে দেখালে অরিজিনাল কাগজপত্র দেখানোর প্রয়োজন হয় না।

এবার এই পরিষেবাকে আরও সহজ করার জন্য কেন্দ্রের তরফ থেকে নতুন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে DigiLocker ব্যবহারকারীরা DigiLocker-এর পরিষেবা পাবেন নিজেদের WhatsApp থেকেই। এর ফলে এই পরিষেবার মাধ্যমে এখন ব্যবহারকারীরা WhatsApp-এর মাধ্যমে নিজেদের গাড়ির নথিপত্র দেখাইলেই ঝঞ্জাট থেকে মুক্তি পাবেন।

WhatsApp-এ DigiLocker পরিষেবা প্রদানের বিষয়ে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ১০ কোটি ব্যবহারকারী DigiLocker অ্যাপ ব্যবহার করে থাকেন। এবার থেকে এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড না করেই WhatsApp-এর মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন এবং নিজেদের নথি সেভ করে রাখতে পারবেন।

WhatsApp-এ DigiLocker পরিষেবা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 9013151515 নম্বরে DigiLocker টাইপ করে পাঠাতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের অ্যাকাউন্ট যাচাই করে নিতে হবে এবং তারপর ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দুই চাকার বিমা ছাড়াও দশম-দ্বাদশ পাসের সার্টিফিকেট, করোনা টিকার সার্টিফিকেট সহ আরও অনেক নথি খুব সহজে ফোনে সেভ অথবা ডাউনলোড করা যাবে।