“সতীপীঠ ঘুরতে এসেছেন দিলীপ ঘোষ, বিধানসভায় ২২০ থেকে ২৩০টি সিট পাবো”, চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের

হিমাদ্রি মন্ডল : দিলীপ ঘোষের সফর শেষ হতে না হতেই পাল্টা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বীরভূমে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বীরভূমে এসে অনুব্রতকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, মানুষ আর তাদের সঙ্গে নেই। পাশাপাশি তিনি আরও বলেন, বিরভ বোম বারুদের কারখানা, যার স্টোর হলো তৃণমূল নেতাদের বাড়ি।

আর এসব প্রশ্নের পাল্টা দিলেন অনুব্রত মণ্ডল, “পাগলের মতো কথাবার্তা বলেছেন, একুশের ভোট হবে মমতা ব্যানার্জিকে দেখে। খেটে খাওয়া মানুষ, বড়লোক, গরিব সবাই ভোট দেবে মমতা ব্যানার্জিকে দেখে।”

এরপরই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “তারিখটা লিখে রেখে দিন, ২০২১ সালে বিধানসভা ভোটে ২২০ থেকে ২৩০ টা সিট পাবে তৃণমূল কংগ্রেস।”

দিলীপ ঘোষের বীরভূম সফরকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “বীরভূম সতীপীঠের জায়গা, বীরভূমে অনেক সতীপীঠ রয়েছে। কারও ইচ্ছা হলে আসতে পারেন। ফুল্লরাতলা, কঙ্কালীতলা, সাঁইথিয়ায় নন্দেশ্বরি সতীপীঠ, তারাপীঠ সিদ্ধ পিঠ মাঝে মধ্যেই ঘুরতে ইচ্ছা হয় তাই চলে আসেন।”