ডাক্তার হতে চায় মাধ্যমিকে নবম বীরভূমের দিশা

লাল্টু: এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অর্জন করল বীরভূম জেলার দুবরাজপুরের দিশা ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। দিশা দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লসের ছাত্রী। এই খবর পেয়ে অত্যন্ত খুশি দিশা সহ তার পরিবারের সদস্যরা। মা রিঙ্কু ঘোষ, বাবুইজোড় ধরনীধর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা এবং বাবা নগেন্দ্রনাথ ঘোষ যশপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। দিশা ঘোষ জানাই, সে বড় হয়ে ডাক্তার হতে চাই। প্রতিদিন ৮-১০ ঘন্টা পড়াশুনা করত। টিউশন ছাড়াও বাবা মা পড়াশুনায় তাকে সাহায্য করত। পড়াশুনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে দিশা। মেয়ের সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজনরা।