বিশ্বের প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে ভারতে

নিজস্ব প্রতিবেদন : দিন দিন জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার এবং বাইকের চাহিদা ঊর্ধ্ব গগনে। এই ধরনের গাড়ির চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইক তৈরি করার জন্য উঠে পড়ে নেমেছে। তবে এসবের মধ্যেই খবর, ভারতে প্রথম লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটার।

ইলেকট্রিক স্কুটার অথবা বাইক তৈরির জন্য বিভিন্ন স্টার্টআপ সংস্থার কাজ শুরু করার মত কাজ শুরু করেছে ডিসপ্যাচ ভেহিকেলস। বৃহস্পতিবার এই সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, খুব তাড়াতাড়ি তারা দেশে মডিউলার ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে। দাবি করা হয়েছে, চলতি আর্থিক বর্ষেই তারা এই মডিউলার ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসবে।

ডিসপ্যাচ ভেহিকেলস সংস্থা ভারতে লাস্ট মাইল মোবিলিটি ফ্লিট ডায়নামিক্স সংক্রান্ত সমাধান সূত্রে ফোকাস করার জন্য জনপ্রিয়তা পেয়েছে। এই সংস্থার হাতেই প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই মডিউলার ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণভাবে দেশে নির্মাণ করা হবে।

মডিউলার এই ইলেকট্রিক স্কুটার দেখতে কেমন হবে তা নিয়ে সংস্থার তরফ থেকে ভিডিওতে কিছু ঝলক দেখানো হয়েছে। ডিজাইনের দিক দিয়ে মডিউলার বডি ফ্রেম থাকছে এই স্কুটারে। ফ্রন্ট মাডগার্ডে থাকবে এলইডি হেডল্যাম্প। একটি বাইফারকেটেড এলইডি day-time রানিং লাইট ইন্টিগ্রেট করা হচ্ছে। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট স্ক্রল পরিবর্তন করা যেতে পারে।

এছাড়াও থাকবে ছোট্ট একটি মডিউলার ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে ট্যাব, স্মার্টফোন ইত্যাদি রাখা যাবে। সেই স্মার্টফোন অথবা ট্যাব চালককে নেভিগেশনে সাহায্য করবে। এর পাশাপাশি পিলিয়ন সিটকে স্টোরেজ বক্সের জন্য ফ্ল্যাটবেডে পরিণত করা যেতে পারে। চালকের ঠিক নীচেই রাখা হবে ব্যাটারি।