রাজ্য দুই, রেলস্টেশন এক, ঠিক যেন বর্ডার এই রেলস্টেশন

শর্মিষ্ঠা চ্যাটার্জী : দুটি রাজ্যের সীমানা সম্পূর্ণ ভিন্ন অথচ তাদের স্টেশন একটিই! শুনতে একটি অবাক হচ্ছেন তো কিন্তু ভারতীয় রেলের পক্ষ থেকে এমন কাজ করে দেখানো হয়েছে। সেই দুটি রাজ্যের নাম মহারাষ্ট্র ও গুজরাট। দুটি রাজ্যের জন্য কাজের ক্ষেত্রে একটি মাত্র স্টেশন করা হয়েছে। দুটি রাজ্যের সীমানা আলাদা করার জন্য একটি সাদা দাগ ব্যবহার করা হয়েছে।

মহারাষ্ট্রের নগর পঞ্চায়েত নবপুরে তৈরি হয়েছে এই স্টেশন। গুজরাট রাজ্যে পড়েছে ওই একই স্টেশনের বাকি অর্ধেক অংশ। দুটি রাজ্যকে একটি রেখা টেনে আলাদা করার পর একটি বেঞ্চের ক্ষেত্রে মহারাষ্ট্র ও ওপর ক্ষেত্রে গুজরাট লেখা হয়েছে।

স্টেশনটি বর্তমানে সবার দৃষ্টি আকর্ষণ করছে। ফলে পর্যটন কেন্দ্র হয়ে উঠছে অঞ্চলটি। এই প্রসঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী পীযুষ গোয়েল একটি ছবি পোস্টের মাধ্যমে লিখেছেন, রাজ্য আলাদা করলেও রেল দুটি রাজ্যকে একই করেছে। দুটি রাজ্যের মাঝামাঝি জায়গায় নবপুর স্টেশনটি অবস্থান করছে।

মধ্যপ্রদেশ ও রাজস্থানের মাঝে অবস্থিত ভবানী মান্ডী নামক রেল স্টেশনটি এই দুটি রাজ্যকে জুড়েছিল। রাজস্থান ঝালওয়ার জেলার একটি শহর হলো ভবানী মান্ডি। শহরটি রাজস্থানের সীমান্তে অবস্থিত।

ফের মহারাষ্ট্র ও গুজরাটের ক্ষেত্রে একটি স্টেশন হওয়ায় তাদের মধ্যে ভালো সংযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।