Shimla Trip: গরমের ছুটিতে সফর হোক শিমলা, ঘুরতে ভুলবেন না এই ৫ জায়গা

Don’t forget to visit these 5 places on Shimla Trip during summer holidays: বৈশাখ মাস পড়তে না পড়তেই পড়ে গিয়েছে জাঁকিয়ে গরম। বেরোনো যাচ্ছেনা বাইরে। বাড়িতেও এসি, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। এই সময় প্ল্যান করছেন নাকি পাহাড় কিংবা সমুদ্রে যাওয়ার? গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরে আসতে পারেন শিমলা (Shimla Trip) থেকে। হাতে দু-তিন দিন সময় নিয়ে উপভোগ করে আসতে পারেন হিমাচল প্রদেশের রাজধানী শিমলার হিমেল স্বাদ। পাশাপাশি উপভোগ করতে পারবেন সারি সারি গাছের আলোআঁধারী পথ, পাহাড়ের স্নিগ্ধ রূপ এবং টয়ট্রেন ভ্রমণ। তবে শিমলা গেলে অবশ্যই ঘুরে আসবেন এই ৫ জায়গা থেকে। তা না হলেই ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে। রইল সেই ৫ জায়গার বিস্তারিত বিবরণ।

কুফরি

হিমাচল প্রদেশের রাজধানী শিমলার অন্যতম একটি হিল স্টেশন হলো কুফরি। যার উৎপত্তি কুফর থেকে। যার অর্থ হলো হ্রদ। বিনোদনের অন্যতম জায়গায় এটি। মূলত যেসব ভ্রমণপ্রেমীরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য দারুণ জায়গা এই কুফরি। শিমলা (Shimla Trip) গেলে অবশ্যই এই জায়গায় ঢুঁ মেরে আসবেন। হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় এই শৈলশহর।

ফাগু

শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য বিরতি চাইলে পৌঁছে যেতে পারেন শিমলার অন্যতম সবুজ উপত্যকা ফাগুতে। নিরিবিলিতে একান্তে সময় কাটানোর আদর্শ জায়গা এটি। চারিদিকের সবুজায়ন যেন স্বাগত জানাচ্ছে পর্যটকদের। রয়েছে চা বাগানের সারি, বয়ে চলেছে একটি নদী। যার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে লোহার ব্রিজ। এই নদীর পাড়ে বসে কাছের মানুষের সাথে বসে মোমোর স্বাদ গ্রহণ করতে পারেন। রয়েছে একটি বৌদ্ধস্তূপ। এছাড়াও এখানে গেলে দেখতে পাবেন চা বাগানের মাঝে দাঁড়িয়ে থাকা দু-একটি বাংলো যা ব্রিটিশ আমলে তৈরি।

আংলেশিয়ান ক্রাইস্ট চার্চ

শিমলার অন্যতম আকর্ষণীয় স্থান হল আংলেশিয়ান ক্রাইস্ট চার্চ। যা নির্মিতি হয়েছে ১৮৪৪ থেকে ৫৭ সালে। হলদেরঙা নিয়োগথিকশৈলী দ্বারা নির্মিত এই গির্জা পর্যটকদের এক অন্য দুনিয়ায় নিয়ে যায়। সন্ধ্যে বেলা এই গিজার দৃশ্য চোখে হারাবার মতো। শিমলা গেলে অবশ্যই এই গির্জার দর্শন করে আসবেন।

আরো পড়ুন: পকেটে ৬০০০ থাকলেই হেসেখেলে ঘুরে আসা যাবে দার্জিলিং! শুধু প্ল্যান করতে হবে এইভাবে

সামার হিল

সাতটি পাহাড় দ্বারা বেষ্টিত শিমলা। আর সেই সাত পাহাড়ের মধ্যে একটি অংশ হল সামার হিল। যার পটারস হিল নামেও পরিচিতি রয়েছে। যেখানকার গ্রীষ্মকালিন হিমেল আবহাওয়া নিমেষে মন কারে পর্যটকদের। চারিদিকেই সবুজ অরণ্যে ঢাকা এই সামার হিল। যার উচ্চতা ২১০০ মিটার। গ্রীষ্মের সময়ে এই জায়গা ঘুরতে গেলে চারিদিকে শুধু সিভার এবং ওকস গাছের সারি দেখতে পাবেন। এছাড়াও এই শৈলশহরে এলে দেখতে পাবেন চ্যাডউইক ঝর্ণা, সংকটমোচন মন্দির, বিশ্ববিদ্যালয়, তারা দেবীর মন্দির এবং আননডেল রেসকোর্স। এমনকি শোনা যায় মহাত্মা গান্ধী শিমলা শহরে সফরে এসে সামার হিলে অবস্থিত রাজকুমারী অমৃত কৌরবের বিশাল প্রাসাদে থাকতেন।

জাখু পাহাড়

পৌরাণিক কাহিনী অনুসারে রামায়ণ এবং মহাভারতের সাথে জড়িত রয়েছে হিমাচল প্রদেশ। সেখানকারী এক অন্যতম পর্যটন কেন্দ্র হল জাখু পাহাড়। যা হনুমান মন্দির হিসেবে পরিচিত। এই পাহাড়ের পাদদেশেই নির্মিত হয়েছে হনুমানজির বিশাল বড় মূর্তিটি। পুরান অনুসারে সঞ্জীবনী বুটির সংগ্রহের সময় পবন পুত্র এই পাহাড়েই বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। যা হিমাচল প্রদেশের শিমলা (Shimla Trip) শহরের অন্যতম জনপ্রিয় মন্দির হিসেবে পরিচিত।