Khela Hobe Slogan: দেবাংশু নয়, বাংলাদেশ থেকে ধার করা তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান!

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল ও বিজেপি একে অপরকে জোর টেক্কা দিতে শুরু করেছিল, ঠিক সেই সময় তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য একটি স্লোগান তোলেন। যে স্লোগান হল খেলা হবে (Khela Hobe Slogan)। এই খেলা হবে স্লোগান নিয়ে আবার গানও তৈরি হয়ে যায়, সেই গান এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে তা তৃণমূল নেতা কর্মীদের মুখে মুখে ঘুরতে থাকার পাশাপাশি ছড়িয়ে পড়ে রাজনৈতিক আঙ্গিনার বাইরেও।

একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে পিকনিক ইত্যাদিতেও বারবার এই খেলা হবে গানটি শোনা গিয়েছে। আর এই গানের যারা অনুরাগী তাদের অধিকাংশকেই এই গানের জন্য দেবাংশুর প্রশংসাই পঞ্চমুখ হতেও দেখা গিয়েছে। অনেকেই মনে করেন, খেলা হবে স্লোগান প্রথম দেবাংশুই তুলেছিলেন। কিন্তু তা নয়! আসলে খেলা হবে স্লোগান এসেছে বাংলাদেশ থেকে।

বাংলাদেশেও এই খেলা হবে স্লোগানের জন্ম হয়েছিল রাজনৈতিক ময়দানেই। খেলা হবে স্লোগান প্রথম তুলেছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ ও জাতীয় সংসদ সদস্য শামীম ওসমান। এই স্লোগান তোলা হয়েছিল প্রথম ২০১৩ সালে। যে সময় তৃণমূলের সরকারে আসা মাত্র দু’বছর হয়েছে। ২০১৩ সালে যখন বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন চলছিল ঠিক তার আগেই এমন স্লোগান তুলতে দেখা গিয়েছিল শামীম ওসমানকে।

আরও পড়ুন 👉 Lok Sabha Election Opinion Poll WB: দেবাংশু থেকে দিলীপ, ভাগ্য খুলবে কার! কী বলছে সমীক্ষা

সেই সময় বাংলাদেশের নির্বাচনের আগে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চ্যালেঞ্জ ছুড়ে এমন স্লোগান তাকে দিতে দেখা গিয়েছিল। এমন স্লোগান দেওয়ার আগে শামীম ওসমান বলেছিলেন, “কারে খেলা শেখান? আমরা তো ছোটবেলার খেলোয়াড়। খেলা হবে!” ব্যস এইটুকু বলা আর তারপর থেকেই শুরু হয়ে যায় খেলা হবে। ওই সভার পাশাপাশি আরও একটি সভায় তিনি বলেছিলেন, “খেলা হবে, এবার আমরা খেলব। খেলা হবে কবাডির মত।” তবে এরপরও কিন্তু বাংলাদেশে এই খেলা হবে স্লোগানের সমাপ্তি হয়ে যায়নি। ২০২২ সালেও একই স্লোগান ব্যবহার করতে দেখা গিয়েছে শামীম ওসমানকে।

তবে আবার এই শামীম ওসমান এখন বাংলাদেশী হলেও তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের অনেক সম্পর্ক রয়েছে। কেননা তার মা নাগিনা জোহা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বাসিন্দা ছিলেন। আর সেই সূত্রে শামীম ওসমানের মামার বাড়ির অনেকেই পশ্চিমবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে জড়িত। আবার শামীম ওসমান যেমন একজন রাজনীতিক, ঠিক সেরকমই তার পূর্বপুরুষদের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।