সমাজের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োগ করা হয় পুলিশদের (Police officer)। বিশ্বের সকল দেশেই রয়েছে নিজেদের পুলিশ প্রশাসন। প্রতিটা দেশে পুলিশদের পোশাক ভিন্ন রঙের। যেগুলি সেই দেশের পুলিশের পোশাক বা ইউনিফর্ম (Police uniform) বলা হয়।ভারতে পুলিশের পোশাকের রং খাকি। আর পুলিশের কথা বললেই আমাদের মনোনি ভেসে ওঠে খাঁকি পোশাক পরা ব্যক্তি। কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্মচারী এবং কনস্টেবল এর পোশাকের রং এক হলেও তাদের জুতোর রং হয় আলাদা।
ভারতের (India) প্রত্যেকটা রাজ্যে (State) বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের পোশাকের রং একরকম হয়ে থাকে। যদিও কিছু ব্যতিক্রম ও দেখা যায়। কিন্তু প্রতি রাজ্যে কনস্টেবল এবং উচ্চপদস্থ কর্মচারীর জুতোর রং হয় আলাদা। পুলিশেরা সব সময় বাদামি রঙের জুতো পরেন আর কনস্টেবল রা পরেন কালো জুতো।
আসলে প্রতিটি প্রতিরক্ষা বাহিনীর তাদের নিজস্ব নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি মেনেই তাদের পোশাক কি রকম হবে এবং সেই সঙ্গে পোশাকের রং কি রকম হবে তা ঠিক করা হয়ে থাকে। সেই সব নিয়ম নীতিতে উল্লেখ থাকে পোশাকের রং এবং জুতোর রংও। সেই কারণেই পুলিশ অফিসার (Police officer) ও কনস্টেবলের (Constable) জুতোর রং হয় আলাদা।
প্রসঙ্গত, বিশ্বের সকল দেশেই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তৈরি হয়েছে পুলিশের পোশাক। ভারতের ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। খাকি শব্দটি একটি হিন্দি শব্দ। বাংলায় যার অর্থ মাটি। পুলিশের পোশাকের রঙ খাকি করার অর্থ হচ্ছে, এই রঙের পোশাক পরিধান করে পুলিশের আজে নিযুক্ত দেশের যুব সমাজ যেন সঠিকভাবে দেশের মাটিকে রক্ষা করতে পারে। ভারতে পুলিশ বাহিনীর পোশাকের রঙ খাকি হওয়ার এটাই কারণ।
উল্লেখ্য যে, বিভিন্ন কঠিন পরীক্ষার পর বেছে নেওয়া হয় একজন পুলিশ কর্মচারীকে। যাতে তারা ন্যায় নিষ্ঠ ভাবে মানুষের সাহায্য করতে পারে। পুলিশ কর্মচারীর যে গুণগুলি থাকা বিশেষ দরকারি সেগুলি হচ্ছে সততা নীতি পরায়ণতা এবং সাহসিকতা। এগুলি ছাড়া একজন পুলিশ কর্মচারী বড়ই বেমানান।