বর্তমান দিনে কুকুর বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা যেন আরো বেড়েছে। তাদের মায়া ভরা দুটি চোখের দিকে তাকালে গলে যায় মানুষের মন। বাড়িতে কুকুর বিড়াল পোষার সংখ্যা এখন আগের থেকে বেড়েছে। তবে রাস্তায় আচমকা কুকুর চিৎকার করে উঠলে বা তাড়া করলে বুক ধরফর করে ওঠে সকলের।
রাস্তায় অনেক সময় আপনি কুকুরকে কিছু না করে হেঁটে গেলেও কুকুরের দল পিছু নেয় বা তাড়া করে। আসলে দোষ আপনার নয়, আপনার জামার রঙের। এমন কিছু নির্দিষ্ট রং আছে যা কুকুরের একেবারেই পছন্দ নয়, তাই এরা আপনার পিছু নেয় বা তাড়া করে।
আরও পড়ুন: Money Vastu Shastra: ফকির না হয়ে রাজা হতে চাইলে ঘরের এই জায়গায় টাকা রাখুন! কোন জায়গা জেনে নিন
কুকুর সব রং সহ্য করতে পারলেও তবে কালো রং একেবারেই তার পছন্দ নয়। তাই কালো রঙের পোশাক পরিহিত লোকজনকে দেখলে অযথাই চিৎকার শুরু করে বা পিছনে ধাওয়া করে। তবে এই সময়গুলিতে ভুলেও কুকুরের চোখের দিকে তাকাবেন না।
যদিও শুধু কালো রং দেখলেই নয়, অন্য রঙের পোশাক দেখলেও কুকুর অনেক সময় আক্রমণ করে। বেশ কয়েক বছর ধরেই কুকুরের আক্রমণে মানুষের আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমনকি কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অবধি ঘটেছে দেশে। তাই কুকুর থেকে সতর্ক থাকা খুবই জরুরী। কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে সেই জায়গাটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। তারপরে ভালো অ্যান্টিসেপটিক সাবান ক্ষতস্থানে ব্যবহার করা উচিত।