একই তারিখে জন্ম, একই তারিখে মৃত্যু! পশ্চিমবঙ্গের রূপকারকে যথাযথ সম্মাননা

লাল্টু: তিনি পশ্চিমবঙ্গের রূপকার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক। তিনি একদিকে যেমন পশ্চিমবঙ্গের রূপকার, ঠিক সেই রকমই আবার মানুষ দেখেই রোগ নির্ণয় এবং সেই রোগের তৎক্ষণাৎ চিকিৎসা করার মতো ক্ষমতাও ছিল তার। রোগীকে একবার চোখে দেখে অথবা রোগীর কাশির আওয়াজ শুনেই তিনি বলে দিতেন, ওই ব্যক্তির মধ্যে কি রোগ বাসা বেঁধেছে। এমন একজন চিকিৎসকের একই তারিখে জন্ম ও মৃত্যু। কার কথা বলা হচ্ছে এতক্ষণে হয়তো টের পাচ্ছেন। তিনি আর কেউ না, তিনি হলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। যাকে ঘিরে রয়েছে অনেক বাস্তব কাহিনী।

১ জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। যে দিনটিকে ডাক্তার দিবস বা ডক্টর ডে হিসাবে পালন করা হয়ে থাকে। আর এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করল দুবরাজপুর পৌরসভা। এদিন তার জন্ম ও মৃত্যুদিন যথাযথ মর্যাদায় পালন করার পাশাপাশি দুবরাজপুর পৌরসভার তরফে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল সহ দুবরাজপুরের অন্যান্য চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী সহ অন্যান্যরা।