জঙ্গলে পরিণত হয়েছে ড্রেন! বর্ষায় চিন্তা বাড়াবে সিউড়ির বাসিন্দাদের

শহরের নিকাশি ব্যবস্থা বেহাল। এমনকি এই বিষয়টি নিয়ে খোদ সংশয় প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্তারা। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও মহাকুমা শাসক শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এমনই সংশয় প্রকাশ করেন। তবে এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু প্রশাসন, মিউনিসিপালিটিকে সচেষ্ট হলে হবে না, পাশাপাশি সচেষ্ট হতে হবে সাধারণ মানুষদেরও। এমনটাই জানালেন প্রশাসনিক কর্তারা।

সিউড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় যে সকল নালা নর্দমা রয়েছে তাদের অবস্থা খারাপ। এছাড়াও এমন কিছু জায়গা রয়েছে যেগুলিতে নর্দমা তৈরি করার জন্য কোন ব্যবস্থাই রাখা হয়নি। ধীরে ধীরে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফাঁকা জায়গাগুলি ভরাট হয়ে যাচ্ছে। আর এর ফলে নিকাশি ব্যবস্থা ঠিক না হলে আগামী দিনে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে বাসিন্দাদের তা নিয়ে কোন সন্দেহ নেই। আর এই বিষয়টি নিয়েই শনিবার শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন বীরভূম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও মহকুমা শাসক। তবে আসন্ন বর্ষার আগে কোন ব্যবস্থা হবে কিনা তা নিয়ে এখনই কিছু বলতে পারেননি তারা।