দুবরাজপুরের মহিলা পরিচালিত সেঁজুতি নাট্যগোষ্ঠী আয়োজিত বিজয়িনী নাট্য সমারোহ ২০২৬ শুরু শনিবার থেকে। এবার তাদের এই নাট্য উৎসব পঞ্চম বর্ষ। ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি বুধবার পর্যন্ত মোট ১৩টি নাটক অনুষ্ঠিত হবে দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ আরোও অনেকে। শীতের সন্ধ্যা থেকে দুবরাজপুরের নাট্যপ্রেমী মানুষ এদিন নাটক উপভোগ করেন। এখানে নাটক দেখার জন্য কোন প্রবেশ মূল্য লাগে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ নাটক দেখতে পারেন।
নাটককে বাঁচিয়ে রাখতে ৫ দিনের নাট্য উৎসব দুবরাজপুরে! বিনামূল্যে নাটক দেখার সুযোগ
