শুরু হলো দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অভেদানন্দ মেলা, যে মেলায় জড়িয়ে রয়েছে মানুষের কত শত আবেগ

বীরভূমের দুবরাজপুর শহরে যে সকল মেলার আয়োজন করা হয় তার মধ্যে অন্যতম হলো শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় অভেদানন্দ মেলা। ৬৫ বছর ধরে এই মেলার আয়োজন হয়ে আসছে। এই মেলা এলাকার অন্যতম মেলা হওয়ার কারণ, এই মেলায় জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ।

১২ ডিসেম্বর শুক্রবার দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে ৬৫ তম অভেদানন্দ মেলার উদ্বোধন হয়ে গেল। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন স্বামী সত্য প্রকাশনন্দ মহারাজ, দুবরাজপুরের জয়েন্ট বিডিও পরিমল কুমার দাস, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার দুয়ারে চিকিৎসা! বীরভূমে নয়া পরিষেবা

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্রাচরণের পাশাপাশি গীতা বাইবেল কোরান ও শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করা হয়।