Dubrajpur: রাস্তা খারাপ, যানজট, ওয়ার্ডে নেই পানীয় জল! সমস্যা থেকে রেহাই পেতে মাঠে নামল নাগরিক মঞ্চ

Dubrajpur: রাস্তা থেকে শুরু করে পানীয় জল, সহ বিভিন্ন বিষয়ের সমস্যা নিয়ে দুবরাজপুর নাগরিক সমিতির তরফে দুবরাজপুর পৌরসভায় একটি স্মারকলিপি জমা দেওয়া হল। যেখানে মূলত শহরের যানজট সমস্যাকে দূর করার জন্য বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়। দুবরাজপুর (Dubrajpur) পৌরসভার আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী মোড় পর্যন্ত বেহাল বাইপাস রাস্তা, বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, যানজটের বিষয়গুলি তুলে ধরা হয় পৌরসভায়।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের পথে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ

দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে দুবরাজপুর (Dubrajpur) নাগরিক সমিতির তরফে পাওয়া এই সকল দাবিদাওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের হাতে করনীয় কিছু না থাকার কারণে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।