নেতা-মন্ত্রী নয়, অগ্রহায়ণ কালীর উদ্বোধনে প্রাক্তন ভারতীয় সেনারা! থিম অপারেশন সিঁদুর

কোন সেলিব্রেটি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, দুবরাজপুরে অগ্রহায়ণ কালীপুজো উদ্বোধন করলেন প্রাক্তন সেনা কর্মীরা। দুবরাজপুর পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় অগ্রহায়ণ কালীপুজো ২৫ বছরে পা দিল। প্রত্যেক বছরই তারা নতুন নতুন থিম ভাবনা তুলে ধরেন শহরবাসীর কাছে।

এ বছর তাদের অগ্রহায়ণ কালীপুজোর থিম অপারেশন সিঁদুর। পুজো উদ্যোক্তারা একদিকে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলা অন্যদিকে ভারত সরকারের অপারেশন সিঁদুর কিভাবে হয়েছে তা তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। উদ্বোধন করলেন প্রাক্তন সেনা কর্মী গৌতম দাস। সঙ্গে ছিলেন প্রাক্তন সেনা কর্মী সুজয় দে সহ জলন্ত সমিতির সদস্যরা।

আরও পড়ুনঃ দুঃসাহসিক চুরি! বন্ধ ৩ গ্রামের জল সরবরাহ, এমন চুরি আগে কখনো দেখেননি গ্রামবাসীরা

পাশাপাশি এদিন জলন্ত সমিতির উদ্যোগে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।