সিনেমার স্টাইলে বাইকের পিছনে দাঁড়িয়ে কেরামতি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যানের! দেখে ‘থ’ অনেকেই, ধিক্কার জানাচ্ছে বিজেপি

সিনেমার মতো বাইকের পিছনে দাঁড়িয়ে স্টান্ট, কেরামতি দেখিয়ে ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান। বিষয়টি বহু মানুষকেই থ বানিয়েছে, কেননা যার কথা বলা হচ্ছে তিনি একজন ষাটোর্ধ ব্যক্তি। আর এই বয়সে এসে এইভাবে বাইকের পিছনে দাঁড়িয়ে ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের বাইক র‍্যালিতে অংশগ্রহণ শুধু সাধারণ মানুষদের থ বানিয়েছে এমন নয়, পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে।

বুধবার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা এলাকার ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়। দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে এই ক্রিকেট টুর্নামেন্টের সূচনার আগে শহরে একটি মোটর বাইক র‍্যালির আয়োজন করা হয়। সেই র‍্যালিতেই অংশগ্রহণ করেছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। আর র‍্যালি শেষ হওয়ার আগে যখন র‍্যালিটি মাঠ পরিক্রমা করছিল তখন হঠাৎ পীযূষ পান্ডেকে দেখা যায় বাইকের পিছনে বসে থাকার বদলে দাঁড়িয়ে পড়েন এবং রীতিমত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরামতি দেখাতে শুরু করেন।

ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বক্তব্য, প্রশাসনিক পদে বসে এই ধরনের কাজ করা মোটেই শোভনীয় নয়।

অন্যদিকে পীযূষ পান্ডে দাবি করেছেন, যুবসমাজকে উৎসাহিত করার জন্যই তিনি এইভাবে বাইকের পিছনে দাঁড়িয়ে ছিলেন।