বেআইনি ভাবে গাড়ির নম্বর পাঞ্চ করার অপরাধে দুবরাজপুরের সাতকেন্দুরী মোড়ের একটি দোকান থেকে একজনকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতের নাম শেখ রাহুল। ওই দোকান থেকে বিভিন্ন ছোট বড় গাড়ির নম্বর পাঞ্চ করা মেশিন বাজেয়াপ্ত করেছে দুবরাজপুর থানার পুলিশ।
পাশাপাশি ওই দোকানে হার্ডডিক্সও বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের সাতকেন্দুরী মোড়ে রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা রাহুল রেডিয়াম সেন্টার নামে একটা দোকানে দুবরাজপুর থানার পুলিশ হানা দেয়। সেখানে দেখা যায় বেআইনিভাবে গাড়ির নম্বর তৈরি করা হচ্ছে। এরপরই নম্বর পাঞ্চ করা মেশিন, কয়েকটি নম্বর প্লেট ও দোকানের হার্ডডিক্স বাজেয়াপ্ত করে দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
