Dubrajpur: বেনামে ফেসবুক অ্যাকাউন্ট, উল্টোপাল্টা কাজ, ব্যাঙ্গালোর থেকে কাজীকে তুলে আনলো দুবরাজপুর পুলিশ

Dubrajpur: বেনামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দুবরাজপুরের এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য থেকে শুরু করে তাদের অপদস্ত করার জন্য নানান ধরনের কাজ চালাচ্ছিলেন কাজী মশিউর রহমান। সেই ঘটনার বিষয়টি জানাজানি হতেই ওই পরিবারের সদস্যরা কাজী মশিউর রহমান ওরফে মতিউর ওরফে বাপি কাজীর বিরুদ্ধে গত ৫ই মে ২০২৫ তারিখে একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি অভিযুক্ত ব্যক্তি জানতে পেরেই তিনি ব্যাঙ্গালোর চলে যান।

এমন অবস্থায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য দুবরাজপুর (Dubrajpur) আদালতে ওয়ারেন্ট আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করে। এরপর দুবরাজপুর থানার পুলিশ ব্যাঙ্গালোর থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে দুবরাজপুর নিয়ে আসে। শনিবার অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এই ঘটনায় তদন্ত করে দেখছে, এমন বেনামে ফেসবুক একাউন্টের ঘটনায় আর কে কে যুক্ত রয়েছেন