Illegal Sand Smuggling: অবৈধ বালি পাচার ঠেকাতে দুবরাজপুর থানার পুলিশ অভিযান

Illegal Sand Smuggling: অবৈধ বালি পাচার ঠেকাতে দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে দুটি অবৈধ বালি বোঝায় ট্রাক আটক। এই ঘটনায় দুটি ট্রাক আটক করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে একজনকে। জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে আনুমানিক রাত ১:৩০ নাগাদ, অবৈধ বালি বোঝায় ট্রাক দুটি পানাগর-দুবরাজপুর রাজ্য সড়ক ধরে ইলামবাজারে দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ নিরাময় মোড়ে ট্রাক দুটিকে আটক করে। পুলিশ দেখে প্রত্যেকে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় একজন। অবৈধ বালি বোঝায় ট্রাক দুটিতে কোন বৈধ নথি ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে পুলিশ কাগজপত্রবিহীন একটি ১৮ চাকার ডাম্পার আটক করে, যা অবৈধভাবে বহন করা বালি পাচারের (Illegal Sand Smuggling) জন্য ব্যবহৃত হচ্ছিল। এছাড়া, একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায় দুবরাজপুর থানার পুলিশ আরও একটি ডাম্পার ও ট্রাক্টর আটক করেছে এবং চালককে গ্রেপ্তার করেছে, যারা অবৈধভাবে বালি পাচার করছিলেন।

আরও পড়ুন: বড় গাড়ি ঢুকলেই ছুঁচোর হাতি গেলার মত অবস্থা, যানজট দুবরাজপুর শহরের নিত্য দিনের সমস্যা

দুবরাজপুর থানার পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে অবৈধ বালি (Illegal Sand Smuggling) পরিবহণকারী যান ও পাচারকারীদের বিরুদ্ধে। সাম্প্রতিক ঘটনায় স্পষ্টভাবে বোঝা যায়, দুবরাজপুর থানার পুলিশ সক্রিয়ভাবে বালি পাচার রোধে কাজ করছে, রাতের সময় গোপন সূত্র ও নজরদারির মাধ্যমে অভিযান চালানো হচ্ছে এবং অবৈধ বালি পরিবহণকারী যান ও ব্যক্তিদের আটক করা হচ্ছে।