পৌর এলাকায় রাস্তা গ্রামের থেকেও ভয়ঙ্কর! রাগে অবরোধ স্থানীয়দের

রাস্তার অবস্থা এতটাই খারাপ যে টোটোতে যাত্রী চাপিয়ে নিয়ে যাওয়া সমস্যার। পরিস্থিতি এতটাই খারাপ যে যাতায়াতের ক্ষেত্রে সবসময়ই নাজেহাল হতে হচ্ছে বাসিন্দাদের। পৌর এলাকার এই রাস্তা যেন গ্রামের রাস্তার থেকেও অধীন। আর এই নিয়েই এবার ক্ষোভে পথ অবরোধ করলেন স্থানীয়রা।

দুবরাজপুর পৌরসভা এলাকার আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী যাওয়ার বাইপাস রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই বাইপাস রাস্তা আর সেই কারণেই সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে এই বাইপাস রাস্তা অবরোধ করেন। রাস্তায় টায়ার, গাছের ডাল ও মোটরবাইক রেখে বাইপাস রাস্তা অবরোধ করেন।

আরও পড়ুন: পৌষালীর গান থেকে শুরু করে মঞ্চ মাতানো নানা অনুষ্ঠান, দুবরাজপুরে বিরাট আয়োজন, কেন জানুন

বাইপাস রাস্তার এমনই করুণ অবস্থা যে বেশিরভাগ জায়গাতে পিচ ও পাথর উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশে আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।