শুধু ফাইন নয়, দিতে হবে নিরাপত্তাও! দুবরাজপুর ট্রাফিক পুলিশ যা করল কুর্নিশ জানাবেন

লাল্টু: ট্রাফিক পুলিশ কেবলমাত্র হেলমেট না থাকলে ফাইন করে না, ট্রাফিক পুলিশ কেবলমাত্র যানবাহন চালকদের উপর একগুচ্ছ নিয়ম বেঁধে দেয় না। ট্রাফিক পুলিশ এসবের বাইরেও এমন কিছু কাজ করে থাকে যেগুলি সত্যিই প্রশংসনীয়।

পথ দুর্ঘটনা ঠেকাতে রাজ্যজুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। তবে এই পথ নিরাপত্তা সপ্তাহ তখনই সফল হয় যখন পথ সঠিক থাকে। অর্থাৎ যে পথ দিয়ে যানবাহন যাতায়াত করে থাকে সেই পথ যেন ঠিকঠাক হয়। আর এবার সেই কাজটি করতে দেখা গেল দুবরাজপুর থানার ট্রাফিক পুলিশ এবং পিডব্লিউডিকে যৌথভাবে।

দিন কয়েক ধরেই অতিরিক্ত বৃষ্টির কারণে বীরভূমের দুবরাজপুর শহরের উপর দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গা বেহাল হয়ে দাঁড়িয়েছে। দুবরাজপুর শহরের উপর দিয়ে যাওয়া এই জাতীয় সডক অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে প্রায় সবসময়ই যানজট থাকে। আর বেশ কিছু জায়গায় খানাখন্দ এসবের মধ্যে পরিস্থিতি আরো ভয়ংকর করে তুলেছে।

এমন পরিস্থিতি থেকে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমানোর জন্য দুবরাজপুর ট্রাফিক পুলিশ এবং পিডব্লিউডি যৌথভাবে ওই জাতীয় সড়ক মেরামতির কাজ চালায়।