লাল্টু: ডাম্পারের ধাক্কায় ভাঙলো ইলেকট্রিক খুঁটি, ধাক্কা মারার পর ডাম্পারটিও উল্টে যায় মাঠে। যে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বুধবার সাতসকালে এমন ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কাপাসতোর গ্রামের কাছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেলেও ওই গ্রাম এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
যে ডাম্পারটি সেদিন নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে সেই ডাম্পারটি ছাই বোঝাই করে দুবরাজপুরের দিক থেকে বালিজুরি হয়ে লোকপুরের একটি ইট ভাটায় যাচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন এইভাবে ছাই ভর্তি ওভারলোড ডাম্পার গ্রামের রাস্তার উপর দিয়ে যাতায়াত করার ফলে রাস্তার রাস্তা বেহাল হয়ে দাঁড়িয়েছে। রাস্তার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।