Duplicate Arijit Singh: ইন্টারনেটে ছিঃ ছিঃ রব, অরিজিতের মত সাজুগুজু করলেই আর অরিজিৎ হয় না

Fake Arijit Singh has gone viral across the internet, heavily trolled in internet: দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না, একেবারে হুবহু অরিজিৎ সিং (Duplicate Arijit Singh)। তারই মতো সাজগোজ করে ইন্টারনেটের সামনে এসেছেন, এমনকি মাথাতে পাগড়িটিও পরেছেন। অনেকেই বলেছেন যে, এই ব্যক্তির সাথে মিল রয়েছে অরিজিৎ সিং এর। কিন্তু তাই বলে অরিজিৎ সিং এর মত গান গাওয়া যায় না। অরিজিৎ এই পৃথিবীতে এক এবং অদ্বিতীয়। এই ব্যক্তির গলায় গান শুনে ক্ষেপে গেলেন নেটিজেনরা। যদিও তিনি গান করেন নি, শুধু লিপ সিঙ্ক করেছেন।

সমালোচকদের কথায় গানটি আর গাওয়া হয়নি তার। তবে কে এই অরিজিৎ সিং (Duplicate Arijit Singh)? ব্যক্তিটির নাম হলো মৈনাক, তিনি তার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন ভিডিওটি। এর প্রোফাইলের নাম হলো মৈনাক মুভিহলিক। শুধু অরিজিতের মত দেখতেই তিনি গানের গলা তার তথইবচ। কিন্তু এতেই তার ভিডিওর ভিউজ শুনে অবাক হয়ে যাবেন, 4.5 মিলিয়ন। মৈনাক গলা মিলিয়েছেন ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবি-র ‘প্যায়ার হোতা কই বার’ গানের সঙ্গে।

সম্প্রতি অরিজিতকে দেখা যাচ্ছে মাথায় পাগড়ি পরতে, ঠিক সেরকমই তিনিও (Duplicate Arijit Singh) পরেছেন। নিজের ঘরের খাটে বসে মৈনাক অরিজিতের গান করার স্টাইল থেকে পোশাক সব কিছুই নকল করার চেষ্টা করেছেন। এমনকি অরিজিৎ সিং এর গানে লিপ সিঙ্ক করেছেন তিনি।

মৈনাকের শেয়ার করা ভিডিওতে ক্যাপশনে দেওয়া হয়েছে যে, মাত্র ১৯৯ টাকায় মিশো থেকে গাইছেন অরিজিৎ সিং। মৈনাক (Duplicate Arijit Singh) এর এই ভিডিও দেখে এমনতেই কটাক্ষ করেছেন নেটিজেনরা। নকল করলেই কিন্তু অরিজিৎ সিং হওয়া যায়না। যার গানে মুগ্ধ গোটা বিশ্ব, শেষ পর্যন্ত কিনা তাকেই নকল। কিভাবে মেনে নেবে অরিজিতের ফ্যানরা?

তার শেয়ার করা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। কেউ বলেছেন তিনি হলেন, অ্যামাজ়নের অরিজিৎ সিংয়ের রিফারবিশড ভার্সন। আবার অনেকেই কমেন্ট করে তাকে বলেছেন যে, আরে ছিঃ সিং। একজন আবার বলেছেন, অরিজিতের গান মানুষকে কাঁদিয়ে দেয় আর ইনি হাসাচ্ছেন। এদিকে অন্যজন বলেছেন যে, মিশো থেকে পাওয়া গেছে এই অরচিট সিংকে।