“চাকরি দিতে না পারলে মাসে ৬০০০ টাকা ভাতা দিন বেকারদের” বাম ছাত্র সংগঠন

গৌড় চক্রবর্তী : দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, গ্যাসের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে, পুজোর সময় গ্যাসের সিলিন্ডার পেতে নাকাল হতে হচ্ছে মানুষকে, চাষী আত্মহত্যা বেড়েই চলেছে। আবার এসবের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশে বেকারদের সংখ্যা। প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও কোনো বিদেশি বিনিয়োগ নেই, নেই কোনো কর্মসংস্থান। দেশের সাথে পশ্চিমবঙ্গেও বেকার সমস্যা অত্যন্ত গভীর। কল কারখানা বন্ধ, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সর্বত্রই একই দৃশ্য। এমনই অভিযোগ বাম সংগঠনগুলির। তাই বেকারদের কাজের দাবী নিয়ে DYFI সহ ১২টি বাম ছাত্র যুব সংগঠন আগামী ১২-১৩ ই সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করবে।

স্থায়ী কাজের দাবীতে বেকার যুবক যুবতীদের নকল আবেদন পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েই মূলত এই অভিযানের ডাক দেওয়া হয়েছে।বেকারদের চাকরীর জন্য এই নকল আবেদনপত্রে স্বাক্ষর করেন বহু বেকার যুবক যুবতী। এছাড়াও সংগঠনের আরও দাবী, চাকরী দিতে না পারা বেকারদের মাসে ৬০০০ টাকা বেকার ভাতা সুনিশ্চিত করতে হবে। সরকারি চাকরীতে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে আর তাদের এই দাবীর সমর্থনে রাজ্যজুড়ে চলছে প্রচার কর্মসূচী। অনুষ্ঠিত হচ্ছে পথসভা, মিছিল আর বাম ও বামবিরোধী দলের সমর্থকদের এক ছাতার তলায় আনার প্রক্রিয়া।

সিঙ্গুর থেকে নবান্ন অভিযান সফল করার উদ্দেশ্যে সংগঠনের জোরকদমে চলছে প্রচার। বীরভূমও পিছিয়ে নেই এই প্রচার থেকে। নানুর, সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট, মল্লারপুর সহ বীরভূমের একাধিক জায়গায় চলছে বেকারদের চাকরীর দাবীতে নবান্ন অভিযানের ডাক।

আবার অপরদিকে ডিওয়াইএফআই – এর আরও দাবী, বামফ্রন্ট আমলে তৈরি হওয়া বীরভূমের গর্ব তথা বক্রেশ্বর তাপবিদ্যুৎকেন্দ্রের সূচনা লগ্ন থেকেই ছয় নম্বর ইউনিট চালু করার কথা থাকলেও রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে আর ৬ নং ইউনিট স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ নম্বর ইউনিট চালু করারও দাবী সেদিন নবান্নে জানানো হবে। যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘটবে এবং আশেপাশের মানুষ স্থায়ী কাজ পাবে। আর এই দাবীকে সামনে রেখে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া কচুজোড়, চিনপাই সহ একাধিক জায়গায় চলছে সংগঠনের প্রচার। তাছাড়াও এই দাবীর সমর্থনে সংগঠনের পক্ষ থেকে আগামী ৪ই সেপ্টেম্বর কচুজোড় বাসস্ট্যাণ্ড থেকে জমায়েত হয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র অভিযান করা হবে।

সেই কর্মসূচীর সফল রূপায়ণে ডাক দিয়ে বীরভূমের নানুর, সিউড়ি সহ সদাইপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় সপ্তাহ জুড়ে চলছে প্রচার কর্মসূচী।