সোনাঝুড়ির আদলে নতুন হাট বোলপুর-শান্তিনিকেতনে! অফলাইন ছাড়াও কেনা যাবে অনলাইনেও

শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটের আদলে এবার আরও একটি হাট চালু হয়ে গেল বীরভূমে। আবার এই হাটের সূচনা হলো বোলপুরেই। গত ৩ নভেম্বর রবিবার থেকে হাটের পথচলা শুরু হয়েছে। যেখানে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন অলংকার থেকে শুরু করে জামা কাপড় ইত্যাদি সবই পাওয়া পাচ্ছে। শান্তিনিকেতন সোনাঝুরি হাটের আদলে যে হাটের সূচনা হয়েছে সেটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ চত্বরে, যার নাম দেওয়া হয়েছে ই-হাট। যেখানে বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করছেন। শুধু তাই নয় এর পাশাপাশি শান্তিনিকেতন সোনাঝুরি হাটের মতই আদিবাসী গান-বাজনা নৃত্য সবই এখানে লক্ষ্য করা যাচ্ছে।

নতুন এই হাটের ফলে বহু হস্তশিল্পী রয়েছেন যারা নতুন করে রোজগারের দিশা খুঁজে পাচ্ছেন। কেননা অনেকেই রয়েছেন যারা সোনাঝুড়ি হাটে বসার সুযোগ পান না অথবা এমন জায়গায় তাদের দোকান যেখানে বিক্রি বাটা কম হয়। এসবের পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজের হাটটি তাদের রোজগারের নতুন দিশা দেখাচ্ছে।

আরও পড়ুনঃ রেলগেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে সিউড়ি! জোড়া আরওবি উদ্বোধনের অপেক্ষা

এর পাশাপাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসা রোগী থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজন, কলেজের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা চিকিৎসকরা সবাই নতুন এই হাটের ফলে অনেকটা সুবিধা পেতে শুরু করেছেন। বলা যেতে পারে বোলপুর শান্তিনিকেতনে এবার সোনাঝুরির আদলে দ্বিতীয় হাট আলাদা আকর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে এলাকার মানুষ থেকে শুরু করে পর্যটকদের কাছেও।