তাইওয়ানে ভূমিকম্পে কেঁপে উঠল আস্ত ট্রেন, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

নিজস্ব প্রতিবেদন : ভূমিকম্প এমনিতেই প্রতিটি মানুষের কাছে আতঙ্কের কারণ। এই আতঙ্ক এবারে গ্রাস করেছে তাইওয়ানের দক্ষিণ পূর্ব প্রান্তকে। রবিবার সকালে ব্যাপক ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের এই এলাকা। রিখটার স্কেলে ৬.৮ ম্যাগনিটিউডের কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের পর সমগ্র তাইওয়ান জুড়ে সুনামির সর্তকতা জারি হয়েছে।

যথেষ্ট জনবহুল এলাকায় এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর তাইওয়ানের প্রতিবেশী দেশ জাপানের মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও এই ভূমিকম্পের ফলে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা না গেলেও রবিবার ছাড়াও শনিবারও এখানে ভূমিকম্প হয়। পরপর দু’দিনের এই ভূমিকম্পে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে তাইওয়ানে।

রবিবার তাইওয়ানের স্থানীয় সময় পৌনে তিনটে নাগাদ এই ভূমিকম্প হয়। প্রথমদিকে এই ভূমিকম্পের মাত্রা ৭.২ ম্যাগনিটিউডের ছিল বলে জানা যায়। যদিও পরে সরকারিভাবে জানানো হয় কম্পনের মাত্রা ছিল ৬.৮। এই ভূমিকম্পের ফলে একটি আবাসন এবং একটি দোকান ভেঙ্গে গিয়েছে বলে জানা যাচ্ছে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। এছাড়াও স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন এই ভূমিকম্পের সময়ে দারুণভাবে কেঁপে ওঠে এবং লাইনচ্যুত হয়।

ভূমিকম্পের সময় বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই সকল ক্যামেরাবন্দি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া সেই সকল ভিডিও থেকে স্পষ্ট বোঝা যায় কম্পনের তীব্রতা কিভাবে কাঁপিয়ে দিয়েছে এই অংশকে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ব্যাপকভাবে দুলছে। সেই মুহূর্তের ভিডিও না দেখলে বিশ্বাস হবে না ভূমিকম্পে এইভাবে ট্রেন দুলে উঠতে পারে।

জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হল তাইতুং। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে কেন্দ্রস্থল থেকে ২০০ মাইল দূরেও একই রকম কম্পন অনুভূত হয়। তাইওয়ানে শনিবার যে ভূমিকম্প হয়েছিল তার তীব্রতা ছিল ৬.৪ এবং রবিবারের তীব্রতা ৬.৮। পরপর দুদিনের এই তীব্র ভূমিকম্পের কারণে এখন সুনামির সর্তকতা জারি করা হয়েছে।