পৌষ মেলায় আসার চিন্তা দূর করল রেল! চলবে স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ তিন বছর ধরে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা (Poush Mela) পুরোপুরিভাবে বন্ধ ছিল। এই তিন বছর বিকল্প হিসাবে বোলপুরের ডাক বাংলো মাঠে একটি মেলার আয়োজন করা হলেও পূর্বপল্লীর মাঠের পৌষ মেলার পরিপূরক তা কখনো হয়ে উঠতে পারেনি। দীর্ঘ তিন বছর পর এবার যখন পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন হতে চলেছে সেই সময় রাজ্য তথা দেশ-বিদেশের বহু মানুষের আগমনের আশা করা হচ্ছে।

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে করে থাকে। কিন্তু এই বছর হাতে সময় না থাকাই বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট মেলার আয়োজন করতে পারবে না বলে জানায়। পাশাপাশি তাদের তরফ থেকে প্রশাসনের সাহায্য নিয়ে মেলা হতে পারে বলে জানানো হয়। এরপরই প্রশাসন দফায় দফায় বৈঠক করে মেলা আয়োজন করতে সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করে।

বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে না হলেও জেলা প্রশাসনের উদ্যোগে পূর্বপল্লীর মাঠে এবার পৌষ মেলার আয়োজন হওয়ায় প্রথম থেকেই মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যকেই। বিপুল সংখ্যক মানুষের সমাগম এবার এই মেলায় হবে বলে আশা করা হচ্ছে। সেই মতো প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হচ্ছে। বিপুল সংখ্যক মানুষের আগমনের কথা ভেবে এবার রেলের (Indian Railways) তরফ থেকেও সুখবর দেওয়া হল।

আরও পড়ুন 👉 পৌষ মেলায় এসে কোথায় করবেন গাড়ি পার্কিং, দেখে নিন প্রশাসনের ঠিক করে দেওয়া জায়গা

পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে পৌষ মেলার জন্য এক জোড়া স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষদের যাওয়া আসার সুবিধার জন্য এই স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেনটি পরিষেবা দেবে। যে কারণে ওই তিন দিন মেলায় আসা দর্শনার্থীরা অনেক সুবিধা পাবেন।

যে স্পেশাল ট্রেনটি দেওয়া হয়েছে সেই ট্রেনটি হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়া যাতায়াত করবে। নির্ধারিত ওই তিন দিন ট্রেনটি হাওড়া থেকে সকাল ৭:১৫ মিনিটে রামপুরহাটের দিকে রওনা দেবে। সকাল ৯:৫৩ মিনিটে বোলপুর এসে পৌঁছাবে। পাঁচ মিনিট স্টপেজ দেওয়ার পর রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেবে। রামপুরহাট থেকে ট্রেনটি বিকাল ৩টের সময় হাওড়ার দিকে রওনা দেবে। বোলপুরে স্টপেজ বিকাল ৩:৫৫ মিনিটে, পাঁচ মিনিট থামার পর হাওড়ার দিকে রওনা দেবে। ট্রেনটি যাত্রা পথে হাওড়া, রামপুরহাট এবং বোলপুর ছাড়াও স্টপেজ দেবে ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, প্রান্তিক, আহমেদপুর এবং সাঁইথিয়া রেল স্টেশনে।