পৌষ মেলায় এসে কোথায় করবেন গাড়ি পার্কিং, দেখে নিন প্রশাসনের ঠিক করে দেওয়া জায়গা

নিজস্ব প্রতিবেদন : তিন বছর পর এবার বিশ্বভারতীর পূর্ব পল্লীর মাঠে আয়োজিত হতে চলেছে পৌষ মেলা (Poush Mela 2023)। ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এবার মেলা হবে পাঁচ দিনের। তবে এবারের মেলার আয়োজন করছে না বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট। পরিবর্তে মেলার আয়োজন করছে বীরভূম জেলা প্রশাসন। ইতিমধ্যেই মেলার সমস্ত রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে পার্কিং নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা মেনেই বিভিন্ন রুট থেকে আগত দর্শনার্থীদের গাড়ি পার্কিং করতে হবে নির্দিষ্ট জায়গায়।

১) যে সকল দর্শনার্থীরা কলকাতা থেকে আগত বাস বা গাড়িতে ইলামবাজার হয়ে যারা আসবেন, তাদের সুরুল মোড় হয়ে কালিসায়র মোড় থেকে বাঁদিকে ঢুকে বিশ্বভারতীর বিনয় ভবন মাঠে গাড়ি পার্কিং করতে হবে। এরপর টোটো করে সাঁতার পুকুর পর্যন্ত আসতে হবে এবং তারপর পায়ে হেঁটে মেলার মাঠের দিকে এগিয়ে যেতে হবে।

২) যারা বর্ধমান থেকে ছোট গাড়িতে আসবেন তাদের ভেদিয়া হয়ে বোলপুর শিবতলা দিয়ে কাশিপুর বাইপাসে উঠে বাঁদিকে ঘুরে রবীন্দ্রবীথি বাইপাসে এসে আমবুনী তিনমাথার মোড় থেকে ডানদিকে ঘুরে জেলা পরিষদের সার্কাস ময়দানে পার্কিং করতে হবে। সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে টুরিষ্ট লজ মোড় হয়ে মেলার মাঠে যেতে হবে।

৩) যারা বোলপুর স্টেশন থেকে টোটোতে মেলার দিকে আসবেন তাদের জনতা ফার্মেসি পর্যন্ত এসে ডান দিকে মোড় নিয়ে মিশন কম্পাউন্ডের ভিতর দিয়ে লালপুলে এসে উঠতে হবে। এরপর রাস্তা অতিক্রম করে লাহা মোটর ট্রেনিং স্কুলের পাশের রাস্তা দিয়ে সুরশ্রী পল্লীর দিকে এগিয়ে যাবেন। টোটোর যাত্রীদের সুরশ্রী পল্লীর বাঁ দিকের মাঠে ড্রপ করে খালি টোটো এগিয়ে যাবে রনি লেদার পর্যন্ত এবং সেখান থেকে ডানদিকে টার্ন নিয়ে চিত্রা মোড়ের দিকে যাবে। সেখান থেকে পুনরায় স্টেশনে চলে যাবে।

৪) নানুর ও লাভপুর থেকে আগত চারচাকা গাড়ি বোলপুরের লালপুল ব্রীজ অতিক্রম করে ডানদিকে ঘুরে সুরশ্রীপল্লীর ভিতর হয়ে দুরদর্শন পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হবে। সেখান থেকে আপনি পায়ে হেঁটে মেলার মাঠে যেতে হবে।

৫) সুরশ্রী পল্লীর দূরদর্শন মাঠে যারা গাড়ি পার্ক করবেন তারা মেলা দেখার পর গাড়ি নিয়ে পুনরায় ফায়ার ব্রিগেড মোড় অতিক্রম করে বকুলতলা হয়ে বাড়ি ফেরার রাস্তা দেখতে হবে।

৬) স্টেশনের দিক থেকে যে সমস্ত বাইক বা গাড়িতে করে মেলা আসবেন, তাদের চিত্রা মোড়ে এসে বাঁদিকে স্টেট ব্যাঙ্কের পাশের রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে এবং ডাকবাংলোর মাঠে গিয়ে পার্কিং করতে হবে। এরপর পায়ে হেঁটে ডাক বাংলোর প্রধান ফটক পেরিয়ে মেলার দিকে এগিয়ে যেতে হবে।

৭) জামবুনী বাসস্ট্যান্ড থেকে আগত টোটো ভুবনডাঙ্গার ভিতর দিয়ে গুঞ্জন গ্রাম উদ্যোগ মোড়ে যাত্রী নামিয়ে পুনরায় ভূবনডাঙ্গার ভিতর দিয়ে জামবুনী বাসস্ট্যান্ডে যেতে হবে।

৮) কোন রকম যাত্রীবাহী ছোট গাড়িই চিত্রা মোড়ের পর লজ মোড়ের দিকে যেতে পারবে না। মেলা ব্যতীত অন্য যাত্রী যারা বাইকে আসবেন, তারা লজ মোড়ের দিকে এগিয়ে যেতে পারবেন।

৯) অরশ্রী মার্কেটের দিক থেকে আগত মোটর বাইক যাত্রীদের ভুবন ডাঙ্গা পুকুরের কাছে এসে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে মেলার মাঠের দিকে যেতে হবে।

১০) সাঁইথিয়া, আমোদপুর থেকে আগত বাস বা গাড়ি টেকনো ইন্ডিয়া মোড় থেকে ডানদিকে ঘুরে প্রান্তিক রেলগেট ক্রশ করে শ্যামবাটী ক্যানেল পাড়ে এসে বাঁদিকে ঘুরে শ্যামবাটি বাজারে উঠে ডানদিকে ঘুরে লালবাঁধ পাকিংয়ে গাড়ি রাখতে হবে। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মেলার মাঠে যেতে হবে।

১১) সিউড়ির দিক থেকে আগত বাস এবং গাড়ি সুরুল মোড় অতিক্রম করে কালিসায়র মোড় থেকে বাঁদিকে ঘুরে বিনয় ভবন মাঠে পাকিং করতে হবে। সেখান থেকে টোটোতে সাঁতারপুকুর এসে তারপর পায়ে হেঁটে মেলার মাঠে পৌঁছাতে হবে।

আরও পড়ুন 👉 পশ্চিমবঙ্গের বিখ্যাত ৯টি কালী মন্দির

১২) ,নতুনহাট, লাভপুর, সাঁইথিয়া ও নানুর থেকে আগত টুরিষ্ট বা রুটের বাসগুলি লালপুল ব্রীজ অতিক্রম করে চিত্রামোড় থেকে বাঁদিক ঘুরে চৌরাস্তায় উঠতে হবে। তারপর ডানদিক ঘুরে জামবুনী বাসস্ট্যান্ড অতিক্রম করে কালিসায়ের মোড় থেকে টুরিষ্ট বাসগুলি ডান দিক নিয়ে বিনয় ভবন মাঠে পার্কিং করতে হবে। সেখান থেকে আপনি টোটোতে সাঁতারপুকুর এসে তারপর পায়ে হেঁটে মেলার মাঠে যেতে পারবেন এবং রুটের বাস কালিসায়র থেকে সুরুলের দিকে এগিয়ে যেতে হবে।

১৩) সোনাঝুরি হাট এবং প্রান্তিক থেকে আগত টোটো রতনপল্লীর ভিতর পর্যন্ত আসবে। তারপর যাত্রী নামিয়ে পুনরায় একই দিক দিয়ে ফিরে যাবে বা শ্যামবাটী বাজার থেকে ডানদিকে লালবাঁধ-এর রাস্তা ধরে শিক্ষাভবন মোড়ের দিকে যেতে হবে।

১৩) এছাড়াও সমস্ত দিক থেকে আসা সমস্ত বাসের পার্কিং-এর একমাত্র স্থান বিনয় ভবন পার্কিং।