ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দেশে লকডাউন চলাকালীন কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে ডিজিটাল রেশন কার্ড উপভোক্তাদের প্রতিমাসে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে। রাজ্য সরকারের তরফ থেকে যাদের কার্ড নেই তাদের আলাদা করে কুপনের ব্যবস্থা করেও খাদ্যশস্য সরবরাহ করে। তবে স্পেশাল কুপনের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হলেও ডিজিটাল রেশন কার্ডের গুরুত্ব আলাদা। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২০২১ সালের জুন মাস পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড উপভোক্তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন।

এদিকে ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে নিজের অধিকার সুনিশ্চিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ বা লিঙ্ক সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে নিজের রেশন কার্ডের সাথে নিজের মোবাইল নম্বর সংযুক্ত বা লিঙ্ক করে রাখার কথাও। আর কিভাবে এই লিঙ্ক করা যাবে তার সহজ পদ্ধতি ও জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে।

ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি

১) নিজের রেশন কার্ড আধার কার্ড ও মোবাইল ফোন নিয়ে নিজের নির্ধারিত রেশন দোকানে যােগাযােগ করতে হবে।

২) ভিড় এড়াতে মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে যােগাযােগ করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

৩) রেশন ডিলারকে অনুরােধ করুন আপনার আধার নম্বরটিকে ই-পস যন্ত্রের মাধ্যমে আপনার ডিজিটাল রেশন কার্ড নম্বরের সাথে সংযুক্ত করে দিতে।

৪) আপনার আধার নম্বর সংযুক্তি হয়ে গেলে মােবাইল নম্বরটিও একই ভাবে সংযুক্ত করে নিন।

আগামী দিনে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর রেশন সামগ্রী বিক্রির ক্ষেত্রে ই-পস বাধ্যতামূলক করতে চলেছে। সুতরাং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে নিজের অধিকার সুনিশ্চিত করতে যতটা দ্রুত সম্ভব হয় ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এবং মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য। যাতে করে উপভোক্তাদের কোনরকম ভাবে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হতে না হয়। ই-পস ব্যবস্থা চালু হলে যে পদ্ধতিতে রেশন বিলি করা হবে।

১) আধার সফল ভাবে সংযুক্ত হয়ে যাওয়ার পর Bio-Metric Authentication-এর মাধ্যমে রেশন সামগী তােলার বৈধতা দিতে পারবেন উপভোক্তারা অর্থাৎ নিজের আঙুলের ছাপের সাহায্যে ই-পস মেশিনের মাধ্যমে প্রাপ্য রেশন তোলা যাবে। উপভোক্তারা ছাড়া অন্য কেউ উপভোক্তার রেশন তুলতে পারবেন না।

২) যদি ‘Bio-Metric Authentication’ সফল না হয়, সেক্ষেত্রে মােবাইল নম্বর সফল ভাবে সংযুক্ত করা থাকলে ওই নম্বরে পাওয়া OTP-এর মাধ্যমেও রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন উপভোক্তারা। অর্থাৎ উপভোক্তারা নিজেদের মােবাইলে পাওয়া OTP-এর মাধ্যমে নিজের প্রাপ্য সুনিশ্চিত করতে পারবেন।

কেন নিজের আধার কার্ড আর মোবাইল নং নিজের রেশন কার্ডের সাথে সংযুক্ত করা দরকার?

১) আধার কার্ড আর মোবাইল নং ডিজিটাল রেশন কার্ডের সাথে সংযুক্ত থাকলে উপভোক্তার অনুমতি ছাড়া অন্য কেউ তার প্রাপ্য রেশন তুলতে না পারে।

২) উপভোক্তা নিজের রেশন কার্ড নিজের সাথে বহন না করেও রেশন সংগ্রহ করতে পারবেন।

৩) যখনই রেশন সংগ্রহ করবেন সাথে সাথে উপভোক্তার মােবাইল নম্বরে এসএমএস চলে আসবে।

৪) নিজের মােবাইলে নিজের প্রাপ্য স্কেল, পরিবারে নতুন সদস্য সংযােজনের আবেদনের বিষয় ও রেশন দোকান পরিবর্তন সংক্রান্ত বিষয়ে এসএমএস-এর মাধ্যমে আপডেট পেতে পারবেন।

৫) অনলাইনে wbpds.gov.in ওয়েবসাইটে অথবা মােবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারবেন।

৬) রেশন দোকান খােলা ও বন্ধ থাকার দিনগুলি জানতে পারবেন।

পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে কোন রেশন ডিলার যদি আধার নম্বর অথবা মোবাইল নম্বর সংযুক্ত করানোর ক্ষেত্রে নারাজ হলে কোনরকম অজুহাত শুনবেন না।