বিজেপি যুবনেতার আট দিনের পুলিশ হেফাজত

নিজস্ব প্রতিবেদন : শনিবার সিউড়ি থেকে নলহাটির বাড়ি ফেরার পর রবিবার ভোররাতে গ্রেপ্তার হন বিজেপির রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি ধ্রুব সাহা। বীরভূমের বিভিন্ন থানা এলাকা থেকে একাধিক মামলার জেরে গ্রেপ্তার করা হয় ধ্রুব সাহাকে। মূলত ময়ূরেশ্বরের একটি তৃণমূল কার্যালয়ে ভাঙচুর এবং উস্কানিমূলক পোস্টার দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তিনি।

রবিবার পুলিশ বিজেপির যুব মোর্চা সহ-সভাপতি ধ্রুব সাহাকে রামপুরহাট আদালতের তোলে। যদিও ওই তৃণমূল যুব নেতার দাবি, তাকে ফাঁসানো হয়েছে। আদালতে তোলা হলে পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজত চাইলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ধৃত এই বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে ১৪৭/১৪৮/১৪৯/৩২৫/৩২৬/৩০৭/৪৩৫/৪২৭/৫০৬/১২০ বি IPC & ২৫/২৭ Arms Act & ৩/৪ ES.