ন্যূনতম পেনশন ১০০০ থেকে ৫০০০ টাকা! বড় ঘোষণা করতে পারে EPFO

বর্তমানে অবসরের পর বাবা-মা বা দাদু-ঠাকুর্দার মাসিক খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। ইপিএফও ন্যূনতম পেনশন (EPFO Minimum Pension) বৃদ্ধি করে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা করার জোরালো আলোচনা চলছে। এতে পশ্চিমবঙ্গের বেসরকারি কর্মী পরিবারগুলোতে বড় স্বস্তি আসবে। কলকাতা, হাওড়া, সহ গোটা দেশেরই লক্ষাধিক পেনশনভোগী এই ইপিএস পেনশন বৃদ্ধি থেকে সরাসরি লাভবান হবেন।

সূত্রের খবর, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ইপিএস-৯৫ স্কিমে এই পাঁচগুণ বৃদ্ধি নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে। চাল-ডাল, মাছ-ভাত, ওষুধ আর মেট্রো ভাড়ার দাম যেভাবে বেড়েছে, তাতে এই ইপিএফও পেনশন বৃদ্ধি অবসরজীবনকে অনেক সহজ করবে। দেশে ৭৮ লক্ষের বেশি পেনশনভোগী রয়েছেন, যাদের মধ্যে বাংলার শিল্প ও আইটি ক্ষেত্রের হাজার হাজার পরিবার এর সুবিধা পান। কলকাতায় তো অনেকেই এই পেনশনের উপর নির্ভর করে চিকিৎসা ও দৈনন্দিন খরচ চালান।

কেন এখনই দরকার এই ইপিএফও পেনশন বৃদ্ধি?

দেশে মূল্যবৃদ্ধি বছরে ৫-৬ শতাংশ। বহুদিন ধরে অপরিবর্তিত ১০০০ টাকার ন্যূনতম পেনশন এখন খুবই কম। শ্রমিক ইউনিয়ন ও পেনশনভোগী সংগঠনগুলো বারবার দাবি জানিয়েছে যাতে এই ন্যূনতম ইপিএস পেনশন বৃদ্ধি হয়। অবসরে সম্মানজনক জীবনের জন্য এটা জরুরি। বাজেট আলোচনায় এই প্রস্তাব উঠতে পারে, যাতে মধ্যবিত্ত পরিবারগুলো আরও সুরক্ষিত হয়।

আরও পড়ুনঃ বালি-পাথর ডাম্পারের দৌরাত্মে আটকে অ্যাম্বুলেন্স! রাস্তায় নেমে প্রতিবাদ, ধুয়ে দিলেন মৌমাছি ক্লাবের সদস্যরা

কারা পাবেন এই পেনশন বৃদ্ধির সুবিধা?

ইপিএফও ন্যূনতম পেনশন বৃদ্ধি পেতে হলে কমপক্ষে ১০ বছর ইপিএফ কন্ট্রিবিউশন থাকতে হবে। ৫৮ বছর বয়স থেকে পেনশন শুরু হয়। অনুমোদন হলে বেসরকারি ক্ষেত্রের যোগ্য পেনশনভোগীরা নতুন ৫০০০ টাকার ন্যূনতম পাবেন। এতে সঞ্চয় না ভাঙতে হয়, কঠিন সময় সহজে কাটবে।

আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও জোরালো জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে। নজর রাখুন, এই ইপিএস পেনশন বৃদ্ধি বাংলার শ্রমজীবীদের অবসরকে আরও সুন্দর করতে পারে। আপডেটের জন্য অপেক্ষা করুন!